এই মুহূর্তে




Euro 2024: অস্ট্রিয়ার কাছে হেরে কার্যত ছিটকে গেল পোল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপে টিকে থাকার জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড ও অস্ট্রিয়া। হাইভোল্টেজ ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে টিকে রইল অস্ট্রিয়া। উল্টোদিকে টানা দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল পোল্যান্ড। ইউরোপীয় ফুটবলের অন্যতম মহাতারকা রবার্ট লেভানডফস্কি কার্যত নিষ্প্রভই হয়ে রইলেন।

ইউরো কাপের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল অস্ট্রিয়া ও পোল্যান্ড। ফলে এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দুই দল। তবে পোল্যান্ডের তুলনায় অস্ট্রিয়ার আক্রমণ অনেক বেশি ঝাঁঝালো ছিল। শুরু থেকে একের পর এক আক্রমণ তুলে নিয়ে পোলিশ রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন গার্নট ট্রোনাররা। আর তার ফলও পেয়ে যায়। ম্যাচের ৯ মিনিটেই  ফিলিপ মোয়েনের ক্রস থেকে হেডে গোল করেন দলকে এগিয়ে দেন ট্রোনার। ওই গোল হজমের পরেই গা ঝাড়া দিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটে পোলিশ খেলোয়াড়রা। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৯ মিনিটে পোলিশ স্ট্রাইকার পিয়াতেক গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলে সমতা রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের গোলের জন্য ঝাঁপায় অস্ট্রিয়া। ৬৬ মিনিটে বাউমগার্টনার পোল্যান্ডের জালে বল জড়িয়ে পের অস্ট্রিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। চোটের কারণে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে না পারা পোলিশ তারকা স্ট্রাইকার রাবার্ট লেভানডফস্কি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। পোল্যান্ডের খেলোয়াড়দের অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে। বরং অস্ট্রিয়ার খেলোয়াড়রা বল নিজেদের দখলে রেখে বার বার হানা দিয়েছে পোলিস দুর্গে। ৭৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় অস্ট্রিয়া। স্পট কিক থেকে গোল করেন  মার্কো আরনাউতোভিচ। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরে রক্ষণকে শক্তিশালী করেন অস্ট্রিয়ার খেলোয়াড়রা। সেই রক্ষণ ভাঙতে পারেননি লেভানডফস্কিরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কূপওয়ারায় খেলার মাঠে আচমকা বিস্ফোরণ, জখম ভবিষ্যতের সৌরভ-শচিনরা

ফের চোটের ধাক্কা ভারতীয় শিবিরে, এই ক্রিকেটার খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জে

খলনায়ক বৃষ্টি, ক্যানবেরায় ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

টি টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নয়া মাইলফলক গড়লেন সূর্য যাদব

পিছনে ফেললেন গিলকে, ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা, গড়লেন বিশ্বরেকর্ড

ওয়ানডে-তে ১২ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ