এই মুহূর্তে




পঞ্চবাণ কুলদীপের, ২৭০ রানে পিছিয়ে ফলো-অনে ক্যারাবিয়ানরা, টেস্টে ফের বাজিমাত টিম ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি: আমেদাবাদের পর দিল্লি টেস্টেও অসহায় ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্ব নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। ভারতের রানের পাহাড়ের জবাবে মাত্র ২৪৮ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর এই কৃতিত্ব যায় ভারতীয় পেসারদের উপর। কুলদীপ যাদব ও বাকি ভারতীয় বোলারদের দাপটে ভারতের থেকে এখনও ২৭০ রানে পিছিয়ে ক্যারাবিয়ানরা। কুলদীপ একাই ৫ উইকেট নিয়েছেন। এবার প্রতিপক্ষ রস্টন রজারদের গুঁড়িয়ে দিতে ফলো অন চাপিয়েছেন জাতীয় দলের অধিনায়ক শুভমন গিল। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদব দুরন্ত পাঁচ উইকেট নিয়ে ইতিহাস রচনা করেছেন। বামহাতি রিস্ট স্পিনার হিসেবে তিনি ৫টি উইকেট শিকার করেছেন। এই তালিকায় আগে নাম ছিল ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের। তবে, ওয়ার্ডল ২৮ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেও, কুলদীপ মাত্র ১৫টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করলেন।

কুলদীপ যাদবের অসাধারণ বোলিংয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজকে ৮১.৫ ওভারে ২৪৮ রানে অলআউট করতে সক্ষম হয় ভারত। তবে খুব বেশি টার্ন এবং বাউন্স না পাওয়া পিচে প্রথম ইনিংসে ২৭০ রানে এগিয়ে ভারত ফলো-অন বাধ্যতামূলক করেছে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে চতুর্থ দিনে ম্যাচটি এগিয়ে নিতে রানের পাহাড় চড়াতে হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ভারতীয় ব্যাটাররা মাঠে রীতিমতো ঝড় তুলেছিলেন। যশস্বী জয়সওয়ালের ১৭৫, শুভমান গিলের অপরাজিত ১২৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৫১৮ রানের পাহাড় গড়েছিল ভারত। বিরাট রানের পাহাড় খাড়া করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেন গিল। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপের বোলিংয়ে শাই হোপ, টেভিন ইমলাচ এবং জাস্টিন গ্রেভস পরপর আউট হন। 

শেষ উইকেটে ২৭ রানের জুটি ভারতের ধৈর্যের পরীক্ষা নেয়, ফিলিপ দৃঢ়ভাবে রক্ষণ করেন এবং জেডেন সিলস কুলদীপের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন। অবশেষে কুলদীপের একটি ছদ্মবেশী গুগলির আঘাতে সিলস এলবিডব্লিউ হন, আর কুলদীপ পঞ্চম উইকেট পান। নবম উইকেটের শেষের দিকে খ্যা্রি পিয়ের এবং অ্যান্ডারসন ফিলিপের মধ্যে ৪৬ সংক্ষিপ্ত রানের  প্রতিরোধ গড়ে উঠেছিল, কিন্তু মধ্যাহ্নভোজের পরে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের আক্রমণে তারা দ্রুত আউট হন, এবং ম্যাচটির সমাপ্তি হয়। ভারতীয় অধিনায়ক বড় লিড নিশ্চিত করে্ন এবং ফলো-অন কার্যকর করার সিদ্ধান্ত নেন। এদিন ১৪০ থেকে ১৭৫ রানের মধ্যে চার ক্যারিবীয় ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। হোপ ৩৬, তেভিন ইমলাখ ২১, জাস্টিন গ্রিভসরা ১৭, খ্যারি পিয়ের ২৩, অ্যান্ডারসন ফিলিপ ২৪ এবং জেডন সিলস ১৩ রান করেন। খ্যারির সঙ্গে এই দুই টেলএন্ডারের জুটিতেই ২৪৮ পর্যন্ত পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তবে এখন ২৭০ রানে পিছিয়ে থেকে ফলো অন চাপে চেজদের ঘাড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ