-273ºc,
Tuesday, 30th May, 2023 1:23 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিরিজে সমতা ফেরাতে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হবে রোহিত শর্মাদের। কিন্তু সেই মরণ-বাঁচন ম্যাচে কার্যত অনেকটা ব্যাকফুটে টিম ইন্ডিয়া। জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা। দলের স্কোরবোর্ডে ১৩ রান যোগ হতে না হতেই প্যাভিলিয়নে ফিরেছেন ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটার বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। তার মধ্যে প্রাক্তন ভারত অধিনায়কের অবদান মাত্র পাঁচ রান। আর শিখর ধাওয়ান করেছেন ৮ রান। সাকিব আল হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ১১ রানে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করা লোকেশ রাহুলও সুবিধা করতে পারেননি। তিনি ২৮ বলে ১৪ রান করে ফেরেন। ২০ ওভার শেষে ভারতের রান চার উইকেটে ৮০।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের অনবদ্য শতরানের দৌলতে নির্ধারিত ৩৪০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগাররা। ফিল্ডিংয়ের সময়ে হাতে চোট পেয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ফলে এদিন দলের হয়ে ওপেন করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। সিরিজ হারের লজ্জা এড়াতে যখন ভারতের বড় রানের পার্টনারশিপের প্রয়োজন ছিল, তখন ব্যাট করতে নেমে দ্রুত সাজঘরে ফেরেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ইনিংসের দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের শর্ট বল পুল করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ঠিকমতো না হওয়ায় বল ব্যাটের কানায় লেগে ছিটকে দেয় স্ট্যাম্প। ৬ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরেন কোহলি। এক ওভার বাদে মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের শর্ট বল ডিফেন্স করতে চেয়েছিলেন ধাওয়ান। বল প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করে ছুঁয়ে যায় গ্লাভস। পয়েন্টে সহজ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। এর পরে শ্রেয়াস আইয়ার ও ওয়াশিংটন সুন্দর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ২৬ রান তোলেন। সেই জুটি ভাঙেন সাকিব আল হাসান। মিড উইকেটে লিটন দাসের হাতে সহজ ক্যাচ দিয়ে ১৯ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়াশিংটন। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে বিপাকে পরে যায় সফরকারী দল।