এই মুহূর্তে




‘কুম্ভ’ হয়ে লড়লেন শুধু অভিষেক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে ‘একা কুম্ভ’ হয়ে লড়লেন অভিষেক শর্মা। তাঁর ঝোড়ো অর্ধশতরানের দৌলতে শুক্রবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ১২৫ রান তুলল টিম ইন্ডিয়া। পুরো ২০ ওভারও খেলতে পারল না ভারত। ১৮.৪ ওভারে অল আউট হয়ে গেল গোটা দল।  সবচেয়ে লজ্জার হল-ভারতীয় দলের আট ব্যাটার এক অঙ্কের গণ্ডি পার করতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জোশ হেজলউড। তিনি চার ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

গত বুধবার ক্যানবেরায় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ। এদিন মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদবরা। যদিও আগের দিনের প্রথম একাদশে কোনও বদল ঘটেনি। জোশ হেজলউডের প্রথম বলেই শুভমনের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। আম্পায়ার আউটও দিয়ে দেন। তবে ডিআরএস নিয়ে বেঁচে যান শুভমন। যদিও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। তৃতীয় ওভারেই হেজলউডের বলে মিড অফে মার্শের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমন (৫)। তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু রান পেলেন না। নেথান এলিসের বলে ২ রান করে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে দুরন্ত খেলা টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যর্থ হন। পঞ্চম ওভারে হেজলউডের দ্বিতীয় বলে লোপ্পা ক্যাচ তুলেও বেঁচে যান। তবে জীবন পেলেও কাজে লাগাতে পারেননি। পরের বলেই ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন সূর্য (১)।  এক বল বাদে শূন্য রানে আউট হয়ে যান তিলক বর্মা। প্রথম পাওয়ার প্লে’র মধ্যেই চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বোলারদের সামনে কুম্ভ হয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাট করে হেজলউডদের আত্মবিশ্বাসে চিড় ধরানোর চেষ্টা চালান। ৬ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৪০। অকারণে তিন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে ফেরেন অক্ষর পটেল (৭)। ৮ ওভারের মধ্যে ভারতের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়। এর পরে হর্ষিত রানা ও অভিষেক জুটি বেঁধে বড় রানের ইনিংস গড়ার চেষ্টা চালান। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৬৯। মাত্র ২৩ বলে সাতটি চার ও একটি ছক্কায় নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। ১৫ ওভারে ১০০ রান পার হয় ভারতের। তবে ১৬তম ওভারে বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন জেভিয়ার বার্টলেট। দ্বিতীয় বলে হর্ষিত রানাকে (৩৫) ফিরিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন। করিজে এসে প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন শিভম দুবে। অকারণে আগ্রাসী হতে গিয়ে পরের বলে খোঁচা মারতে গিয়ে জস ইংলিসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।  স্কোর বোর্ডে এক রান যোগ হতে না হতে মার্কাস স্টোইনিসের বলে পরিবর্ত ফিল্ডার সিয়ান অ্যাবটের তালুবন্দি হয়ে ফেরেন কুলদীপ যাদব। ক্রিজের এক প্রান্তে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখে ধৈর্য হারিয়ে মারতে গিয়ে নাথান এলিসের বলে সাজঘরে ফিরে যান অভিষেক। আউট হওয়ার আগে করেন ৩৭ বলে ৬৮ রান। পরের বলে রান আউট হন যশপ্রীত বুমরা (০)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলশূন্য কলকাতা ডার্বি, বাগানকে রুখে দিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

হরমনপ্রীতরা পারলেও ব্যর্থ সূর্যরা, মেলবোর্নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন মার্শরা

দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

বাবার স্বপ্নপূরণ এবার সময়ের অপেক্ষা, রোনাল্ডো পুত্রের ঝুলিতে আরও এক সাফল্য

আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ