এই মুহূর্তে




রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস




নিজস্ব প্রতিনিধি: লোকশ রাহুল ও ঋষভ পন্থের জোড়া শতরান সত্বেও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় –ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বড় রান গড়তে পারল না টিম ইন্ডিয়া। ৩৬৪ রানেই গুটিয়ে গেল। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ সাত উইকেট খুঁইয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে শেষ ছয় উইকেট হারাল ৩১ রানে। জয়ের জন্য  ইংল্যান্ডের প্রয়োজন ৩৭১ রান। চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছেন বেন স্টোকসরা। জয়ের জন্য চাই আর ৩৫০ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

লিডস টেস্টে গতকাল রবিবার (২২ জুন) তৃতীয় দিনের খেলা শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৯০। ক্রিজে ছিলেন কেএল রাহুল (৪৭) এবং শুভমন গিল (৬)। সোমবার (২৩ জুন) চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ভারত। আগের দিনের অপরাজিত শুভমন গিল ব্যক্তিগত আট রানে ব্রাইডন কার্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে ইংরেজ বোলারদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ৮ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল রাহুলের। এদিন অবশ্য সাবলীল ভঙ্গিতে খেলেই অর্ধশতরান করলেন। তিনি ও ঋষভ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দুই ব্যাটারের লক্ষ্য ছিল, মধ্যাহ্নভোজের বিরতির আগে দাঁতে দাঁত চেপে ক্রিজ আঁকড়ে থাকা। তাতে সফলও হন।

মধ্যাহ্নভোজের বিরতির পরেই হাত খুলে মারতে শুরু করেন পন্থ। মনে হচ্ছিল টেস্ট নয়, টি টোয়েন্টি খেলছেন। অন্য প্রান্তে থাকা রাহুলের ভাগ্য সুপ্রসন্ন ছিল। টংয়ের বলে তাঁর  ক্যাচ ফেলে দিলেন হ্যারি ব্রুক। জীবন পেয়ে আর ভুল করেননি ভারতের অভিজ্ঞ ব্যাটার। ইংল্যান্ডে আবার শতরান করলেন কেএল রাহুল। নিয়ন্ত্রিত শট খেলে তিন অঙ্কের রানে পৌঁছে যান। খানিক বাদে শতরানে পৌঁছন পন্থও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরানের দেখা পেলেন। তবে নব্বইয়ের ঘরে পৌঁছনোর পর বেশ খানিকটা নার্ভাস দেখাচ্ছিল তাঁকে। শতরানের পর আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে শোয়েব বশিরের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। আউটের আগে ১৫টি চার ও তিন ছক্কার সাহায্যে ১৪০ বলে ঋষভ করেন ১১৮ রান।

এর পর পঞ্চম উইকেটে করুণ নায়ারকে সঙ্গে নিয়ে ৪৬ রান যোগ করেন রাহুল। কিন্তু ব্রাইডন কার্সের বলে তিনি ব্যক্তিগত ১৩৭ রানে ফেরেন। পরের ওভারে ফেরেন করুণ-ও। তিনি করেন ২০। রবীন্দ্র জাদেজা খানিকটা চেষ্টা করেছিলেন (অপরাজিত ২৫)। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি। ৯১তম ওভারে পর পর শার্দূল ঠাকুর (৪), মোহাম্মদ সিরাজ (০) ও যশপ্রীত বুমরাকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক করার পশাপাশি ভারতকে বিপর্যয়ের মুখে ফেলে দেন টং। প্রসিদ্ধ কৃষ্ণকে (০) ফিরিয়ে ভারতকে ৩৬৪ রানে গুটিয়ে দেন শোয়েব বশির।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ