এই মুহূর্তে




ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগুন ফর্মে কুলদীপ, ৫ উইকেট নিয়ে গড়লেন বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিনিধি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া টেস্ট ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে কুলদীপ ৮২ রানে পাঁচ উইকেট নিয়ে করেছেন বিশ্বরেকর্ড। সেই সঙ্গেই ভেঙে দিয়েছেন ৬৮ বছর পুরনো রেকর্ড। কুলদীপ ২২ গজের ময়দান থেকে ফিরিয়েছেন অ্যালিক অ্যাথানাসে, শাই হোপ, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস এবং জেডেন সিলসকে।

কুলদীপ যাদবের মারাত্মক বোলিংয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ভারত ৫১৮ রান করে। রবিবার খেলার শুরুতে ভারতকে প্রথম দিকে সাফল্য এনে দিতে কুলদীপ কোনও সময় নষ্ট করেননি। ৬.৩ ওভার অপেক্ষা করার পর, চায়নাম্যান শাই হোপকে ৫৭ বলে ৩৬ রানে আউট করেন। এক ওভার পরে, তিনি অন্য  ব্যাটসম্যান টেভিন ইমলাচকে আউট করেন এবং  তার তৃতীয় বলে জাস্টিন গ্রিভসকে ১৭ রানে এলবিডব্লিউ আউট করেন।প্রথম সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৭৫ রান করে গভীর সমস্যায় পড়ে। খারি পিয়ের এবং অ্যান্ডারসন ফিলিপ ৪৬ রানের  জুটি গড়ে মধ্যাহ্নভোজের দিকে যান। 

অন্যদিকে, মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারে জসপ্রীত বুমরাহ ২৩ রানে পিয়েরকে বোল্ড করেন। অধিনায়ক শুভমান গিল অন্য প্রান্তে কুলদীপকে রেখে স্পিনারকে তার পাঁচ উইকেট নেওয়ার সুযোগ দেন, এবং বাঁ-হাতি বোলারই অবশেষে ১৩ রানে সিলসকে এলবিডব্লিউ আউট করে অপেক্ষার অবসান ঘটান। এই আউটের মাধ্যমে কুলদীপ তার ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট শিকার করেন যা  ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের  সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। তবে কুলদীপ এই কৃতিত্ব অর্জনকারী হিসেবে দ্রুততম বোলার হয়ে উঠেছেন। মাত্র ১৫টি টেস্টে এই মাইলফলক অর্জন করেন তিনি। যেখানে ইংল্যান্ডের প্রাক্তন বোলার ২৮টি টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছেন। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ