27ºc, Haze
Friday, 24th March, 2023 9:26 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অর্থ পিশাচ বলে বরাবরই দুর্নাম রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের। অর্থের জন্য অনলাইন জুয়ার বিজ্ঞাপন করতেো দ্বিধা করেননি টাইগার অধিনায়ক। এমনকী শেয়ার কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে তাঁর। এবার অর্থের জন্য দেশের এক পুলিশ আধিকারিককে খুনে জড়িত এক পলাতক অপরাধীর সোনার দোকানের উদ্বোধন করলেন। তাও দুবাইয়ে। কীভাবে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধীর ডাকে তিনি সাড়া দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নেটা নাগরিকদের একাংশ অবিলম্বে সাকিবকে গ্রেফতারের দাবি তুলেছেন।
গতকাল বুধবার রাতে দুবাইয়ে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী আরাভ খানের নতুন সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’ এর ঘটা করে উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন সাকিব আল হাসান, হিরো আলম সহ বাংলাদেশের এক ঝাঁক তারকা। যার দোকানের উদ্বোধনের জন্য দুবাই উড়ে গিয়েছিলেন সাকিব, সেই আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাড়ি। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মামুন এমরান খানের খুনের মূল আসামী। পুলিশ আধিকারিককে খুনের পরে পালিয়ে ভারতে চলে যান রবিউল। সেখানে ভুয়ো পরিচয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে পাড়ি জমান দুবাইতে।
গত কয়েক বছরে দুবাইতে সোনার ব্যবসা করে বিপুল অর্থের মালিক হয়েছেন পলাতক রবিউল ইসলাম। বুর্জ খলিফাতে একটি ফ্ল্যাটে থাকেন তিনি। বাংলাদেশের এক পুলিশ আধিকারিকের পাচার করা অর্থ দিয়েই দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেছেন বলে জানতে পেরেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। পুলিশ খুনের মূল আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে ইতিমধ্যে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ পুলিশ।