এই মুহূর্তে




অনুব্রত মণ্ডলের কন্ঠে ফের চেনা সুর, দাবি করলেন ছাব্বিশের নির্বাচনে ফের ‘খেলা’ হবে

নিজস্ব প্রতিনিধি সাঁইথিয়া: ফের – ‘খেলা হবে’ – সুর অনুব্রত মণ্ডলের। রবিবার বীরভূমের সাঁইথিয়ার মাঠ পলশা গ্রামে ফুটবল খেলার উদ্বোধনে গিয়ে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) বলেন। পশ্চিমবঙ্গ জুড়ে আগামী বছর ২৬ এর নির্বাচনের আগে খেলা হবে । আপনারাও খেলবেন , বন্ধুরাও খেলবেন, আমরাও খেলবো । সবাই মিলে একসাথে খেলবো এবং জয়লাভ করবো। কথা দিয়ে গেলাম হারবো না। অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন ৩৪ বছরের সিপিএমের জামানায় খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে আবার খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে। যে মাঠে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছেন সেই মাঠটিকে আরো উন্নত করার জন্য তিনি প্রধানকে অতিসত্বর পরিকল্পনা ও খরচের হিসাব তার কাছে জমা দেওয়ার আবেদন জানান।

তিনি এও বলেন, অতি দ্রুততার সঙ্গে তিনি চেষ্টা করবেন এই মাঠটি কে আরো সুন্দর করে খেলার পরিবেশ অনুযায়ী গড়ে তুলতে। আগামী দিন আবার তিনি এই মাঠে আসবেন রাজনৈতিক সভা করতে বলেও কথা দেন। শাসক দলের পক্ষ থেকে খেলা হবে এই শব্দটি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত শব্দ বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যে তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)এই শব্দ বারবার বিভিন্ন জনসভায় ব্যবহার করতে শোনা গিয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই শব্দ তার ভাষণে ব্যবহার করেন। তৃণমূলের রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিরোধী দল বিজেপিও এই শব্দ নিয়ে রাজ্যের শাসক দলকে রাজনৈতিক নিশানা করে থাকে। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তাই অনুব্রত মণ্ডল তার চেনা সুর ফের কন্ঠে নিয়ে এলেন। দাপট নয় বিনয়ের সঙ্গে এই পোড় খাওয়া রাজনৈতিক নেতা বঙ্গ রাজনীতিতে এই বার্তায় দিলেন বিধানসভা নির্বাচনে রাজ্যের সর্বত্র যেমন খেলা হবে ,ঠিক একই চিত্র ফুটে উঠবে বীরভূমের মাটিতেও।

দীর্ঘ জেলা যাত্রার পর জামিনে মুক্তি পেয়ে বীরভূমের রাজনীতিতে জায়গা ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডল। বাড়ানো হয়েছে তার নিরাপত্তার কর্মীর সংখ্যা। দলনেত্রী নিজে জেলার গুরু দায়িত্ব দিয়েছেন অনুব্রত মণ্ডলের কাঁধে। সেখানে দাঁড়িয়ে আগামী বছর বিধানসভা নির্বাচনে থেকে সবচেয়ে বেশি আসনে প্রার্থীদের জয়ী করে ঘাসফুল শিবিরকে বিধানসভায় শক্তপোক্ত জায়গায় পৌঁছে দিতে মরিয়া অনুব্রত মণ্ডল। তার জন্যই উৎসবের মরশুম কাটতেই শুরু হয়েছে রাজনৈতিক কর্মসূচি। জগদ্ধাত্রী পুজো মিটে গেলেই তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এস আই আর সহ আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে ভরসা যোগাতে একাধিক মিটিং করবে। তার আগে বীরভূমের মাটি থেকে খেলা হবে ডাক দিয়ে অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিলেন রাজ্যের শাসক দল ফের প্রস্তুত আগামী বছরের নির্বাচনে লড়াই ও জয় লাভের জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ