এই মুহূর্তে




নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে বঙ্গে এখন হৈচৈ। তার মধ্যেই শুক্রবার সকালে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। নদিয়ায় আটক হলেন এক বাংলাদেশি ব্লগার। তাঁর নাম মুফতি আবদুল্লা আল মাসুদ। কয়েক বছর আগে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। গয়েশপুর ফাঁড়ির পুলিশ মুফতি আবদুল্লা আল মাসুদকে আটক করেছে। বর্তমানে ব্লগারকে জিজ্ঞাসাবাদ করছেন ফাঁড়ির পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, ২০১৮ সালে মুফতি আবদুল্লা আল মাসুদ ভারতে আসেন। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। বেশ কিছু মাস আগে কল্যণী থানার গয়েশপুরের ১৩ নম্বর ওয়ার্ডে থাকতে আসেন মুফতি আবদুল্লা। গত দুদিন আগে তাঁকে আচমকায় আটক করে পুলিশ। এরপর থেকে ওই ব্লগারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

যেটুকু জানা যাচ্ছে, বিগত কয়েক মাস ধরে ১৩ নম্বর ওয়ার্ডে মুফতি আবদুল্লা আল মাসুদ থাকতেন ঠিকই, তবে সেভাবে কারও সঙ্গে মিশতেন না। ঘরের বাইরেও সেভাবে বেরোতেন না। গতিবিধি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রাই বিভিন্ন জায়গা সহ ফাঁড়িতে কয়েকদিন আগে অভিযোগ করে। গয়েশপুরে মাসুদ ভাড়া থাকতেন এক স্কুল শিক্ষকের বাড়িতে। তাঁকে বা তাঁর পরিবারকে বারবার সাংবাদিকরা মাসুদের বিষয়ে জিজ্ঞাসা করেও উত্তর পাননি। পুলিশের পক্ষ থেকে ওই স্কুল শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি চাকদহের বাসিন্দা। তিনিও এখানে থাকেন না। মাসুদকে বাড়ি ভাড়া দিয়ে রেখেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসুদের ভিসা শেষ হয়ে গিয়েছিল। তারপরেও তিনি ব্লগার হিসাবে ভারতে থাকছিলেন। তাই খতিয়ে দেখা হচ্ছে আল মাসুদের ভিসার মেয়াদ কতদিন পর্যন্ত ছিল। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আর কত দিন তিনি ভারতে থেকেছেন। আটক এবং জিজ্ঞাসাবাদ করা হলেও মুফতি আবদুল্লা আল মাসুদকে নামে ওই বাংলাদেশি ব্লগারকে এখনও গ্রেফতার করা হয়নি। স্থানীয়রা দাবি করছেন প্রায়ই বাংলাদেশ থেকে লোক আসত মাসুদের কাছে। তাঁরা এও জানিয়েছেন, মাসুদ যে একজন ইউটিউবার তা তাঁরা জানতেন। গোটা বিষয়টি এখন পুলিশের আওতায়। তারা সমস্ত কিছু খতিয়ে দেখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতীগৃহবধূ

১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ