এই মুহূর্তে

উত্তরবঙ্গে ৫০ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা বিজেপির, মার্চ থেকে রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের রথযাত্রা বের করতে চাইছে বিজেপি। উত্তরবঙ্গে নিজেদের শক্তি বেশি থাকায় সেই জায়গাকে টার্গেট করা হয়েছে। শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত রথযাত্রা বের করার প্রস্তুতি নিয়েছে বিজেপি। তারপরে ধীরে ধীরে রাজ্যের অন্যত্র সেই রথ নিয়ে যাওয়া হবে। পরিবর্তন যাত্রা হিসেবেই পরিবর্তন এর ডাক দিয়েই এই রথযাত্রা করা হবে। উত্তরবঙ্গের ৫০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে এই রথযাত্রা করার প্রস্তুতি নিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, বিজেপির এই পরিকল্পনা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে।য় রথে চেপে ই একাধিক রোড শো করা হবে। শিলিগুড়িতে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই সময়ে সভা সমাবেশ হবে না। তার বিকল্প ভেবে রাখা হয়েছে। ওই সময় বাড়ি বাড়িতে যাবেন কর্মীরা। তারা বাড়িতে বাড়িতে গিয়ে ঘরোয়া বৈঠক করবেন। মার্চের প্রথম দিনেই বড় আকারে শুরু হবে রাজ্যব্যাপী রথযাত্রা। আর শিলিগুড়ি থেকেই তার সূচনা হবে।

আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সব পক্ষই প্রস্তুত। শাসক শিবির থেকে বিরোধী শিবির সকলেই এগিয়ে রয়েছে। কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল নেতারা। নিজেদের লড়াইয়ের মন্ত্র বেঁধে নিয়েছে তাঁরা। কোন পদ্ধতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন সেই নিয়েও সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা থাকাই বড় কোন সভা করা হচ্ছে না। কিন্তু স্ট্রাটেজি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে বিজেপির শক্তি রয়েছে। তাই এবার উত্তরবঙ্গে নিজেদের জমি শক্ত করতে বদ্ধপরিকর তৃণমূল। বিজেপি নিজেদের জমি কে আরও শক্ত করতে তৎপর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, দিদির টানে খনাকুল থেকে পায়ে হেঁটে সিঙ্গুরে তাইবুল

মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ