এই মুহূর্তে




SIR নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, কবে শুনানি?

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। বিএলও-রা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন ভোটার তালিকায় কাদের নাম রয়েছে সেগুলি নিয়ে। অবৈধ ভোটার খুঁজতে এসআইআর করা হচ্ছে। এবার এসআইআর নিয়ে এবার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতিস্মিতা দাসের ডিভিশন এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

বিহারের পরে পশ্চিমবঙ্গেও বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু করার কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়িতে বাড়িতে চলে যাবেন। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে কাজ। ৯ ডিসেম্বর খসড়া তালিকা বের হবে। বাড়ি বাড়ি গিয়ে ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে নাম মিলিয়ে দেখবেন তাঁরা। কারা মৃত ভোটার, কারা অন্যত্র চলে গিয়েছেন সবটাই খতিয়ে দেখবেন এই বিএলও রা। এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একটি বৈধ ভোটারও যদি বাদ যায়, তাহলে প্রতিবাদ হবে। এবার এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাডু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাত গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআরের কাজ চলবে। ১২ রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। যাতে নিবিড় সমীক্ষার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য প্রতি বুথ পিছু একজন করে বুথ লেভেল অফিসার (বিএলও) থাকবেন। কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে যারা অবৈধ ও অযোগ্য হিসাবে বিবেচিত হবেন, তাদের কারও নাম ভোটার তালিকায় থাকবে না। তালিকা থেকে বের করে দেওয়া হবে।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ