-273ºc,
Friday, 9th June, 2023 4:10 am
নিজস্ব প্রতিনিধি,রতুয়া : শনিবার রাতে ২ ব্লকের মির্জাতপুর এলাকা। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংঘর্ষে মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। দুই পক্ষের মধ্যে চলে ইট বৃষ্টি, ভাঙচুর হয় দুই পক্ষের কার্যালয় সহ চেয়ার, টেবিল, মোটরবাইক। ঘটনাতে আহত হন তৃণমূলের মির্জাতপুর অঞ্চলের প্রধান জাসমিন বিবি(Jasmin Bibi) সহ বেশ কিছু তৃণমূল(TMC) কর্মী সমর্থক। রাতেই আহতদের নিয়ে যাওয়া হয় আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুখুরিয়া থানার(Pukuria P.S.) বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় জড়িত দু,পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুখুরিয়া থানার পুলিশ। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঘটনা দায় চাপিয়েছে। এলাকায় নতুন করে আর যেন উত্তেজনা না ছড়াই তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ওই এলাকায় মানুষকে বাড়ি দেবে বলে প্রধানের ঘনিষ্ঠরা ১১ হাজার ৫০০ টাকা করে নিয়েছিল।
কিন্তু তারা কেউ বাড়ি পায়নি একে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে মতবিরোধ চলছিল এই এলাকায় দেখা দিয়েছিল খুব সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) তাই যারা টাকা দিয়েছে তারা বাড়ি পায়নি এর জন্য তারা টাকা ফেরত চায় একে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে কংগ্রেসের সংঘর্ষ বাদে আর সেই সংঘর্ষ নিমেষে ভয়ংকর রূপ নেয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে বেশ কিছুদিন থেকে ষড়যন্ত্র করা হচ্ছিল। তার প্রতিবাদ করতে গেলেই তৃণমূলের অফিসে হামলা চালায় কংগ্রেসের সমর্থকরা।