এই মুহূর্তে




জুনিয়র ডাক্তারদের হুমকি দিইনি, মিথ্যা অপপ্রচার চলছে, ট্যুইট মমতার

Courtesy - Twitter and Facebook

নিজস্ব প্রতিনিধি: তাঁর বক্তব্যের অপব্যাখ্যা(Malicious Disinformation Campaign) করা হচ্ছে। এই মর্মেই বৃহস্পতিবার বেলার দিকে ট্যুইট(Tweet) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতকাল মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের(Foundation Day) অনুষ্ঠানে। কলকাতার ধর্মতলায় মেয়ো রোডে আয়োজিত সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের(Strike of Junior Doctors)। তাঁদের অনুরোধ করেছিলেন কাজে যোগদান করার। সঙ্গে এটাও জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেও তিনি এই ধরনের কোনও পদক্ষেপ করতে চান না। কিন্তু তাঁর সেই মন্তব্যের অপব্যাখ্যা শুরু হয় গতকাল সন্ধ্যা থেকেই। বলা হতে থাকে তিনি জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়েছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু সেই দাবি যে ভুল, এদিন ট্যুইট করে সেই বার্তাই দিয়েছেন মমতা।

আরও পড়ুন, বন্‌ধ কেন দাগ কাটতে পারল না বঙ্গে, প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে

গতকাল ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? তিনি জানিয়েছিলেন, ‘জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন, করুন। কিন্তু আপনারা তো অঙ্গীকারবদ্ধ। কাজে ফিরুন। মানুষ কষ্ট পাচ্ছেন। কত গরিব মানুষ হাসপাতালে আসেন। ওঁরা নার্সিংহোমে যেতে পারেন না। ওঁদের কথা একটু ভেবে দেখুন! বহু ক্ষেত্রে এমার্জেন্সি ব্যবস্থা দরকার। সঙ্গে সঙ্গে চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলছি ফিরুন। দিল্লিতে আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হলেও আমি কিছু করিনি। সুপ্রিম কোর্টও আপনাদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। রাজ্যের হাতেও ক্ষমতা দিয়েছে। কিন্তু আমি কারওর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইনি। মুখ্যমন্ত্রী বলেন, চাই ওরা ভালভাবে পড়াশোনা করুক। আমি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। চাকরি পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আইনি পদক্ষেপ তাই করতে চাইনি। আমি মানবিকতায় বিশ্বাস করি। মানবিক মুখ দিয়ে আরও ডাক্তার তৈরি করতে চাই।’ এর সঙ্গে মুখ্যমন্ত্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বলা বহুল কথিত একটি গল্পও শুনিয়েছিলেন।

আরও পড়ুন, ধর্ষণ-খুনের ঘটনায় দ্রুত বিচার ও ফাঁসি বাস্তবে কঠিন, দাবি আইনজীবীদের

সেই বক্তব্য নিয়েই অপপ্রচার, অপব্যাখ্যা দেওয়া শুরু হয় নানা সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে। এরই প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী এদিন তাঁর ট্যুইটে লেখেন, ‘আমি কিছু সংবাদপত্র, বৈদ্যুতিন এবং ডিজিটাল মিডিয়াতে একটি নোংরা, বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছি। গত কাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তৃতা করেছিলাম, সে প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে। আমি সবচেয়ে জোরালো এবং স্পষ্ট ভাবে বলতে চাই যে, পড়ুয়াদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন ন্যায্য। আমি কখনই তাঁদের হুমকি দিইনি। কিন্তু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। আমি তাঁদের বিরুদ্ধে বলেছি এই কারণে যেহেতু ভারত সরকারের সমর্থনে তাঁরা এই রাজ্যে গণতন্ত্রকে বিপন করে তুলছে ও অরাজকতা কায়েম করতে চাইছে। আমি সেই অরাজকতার বিরুদ্ধেই আওয়াজ তুলেছি। আমি গত কাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তী সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ