এই মুহূর্তে




কালীপুজোয় বারাসত যাবেন? জেনে নিন কোন কোন মণ্ডপে চমক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর মাত্র কয়েকদিন তারপরেই দীপান্বিতা অমাবস্যা। কালিকা রূপে ফের আসছেন মা। কালীপুজো মানেই সবার প্রথমে মাথায় আসে নৈহাটি বারাসাতের কথা কারণ এখানেই কালীপুজোর খ্যাতি সর্বজনবিদিত। কালীপুজোর কথা উঠলেই বারাসাত ও নৈহাটির কথাই সকলে বলেন। এখানে নজর করা ভিড় দেখতে পাওয়া যায়। এক কথায় কালীপুজোয় বারাসাত অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে।

এখানকার সমস্ত ক্লাব ও পুজো কমিটি গুলো বিগ বাজেটের পুজোর আয়োজন করে। ভিন্ন ভিন্ন থিম হয় পুজোয়। চলতি বছর দীপাবলিতে বঙ্গভূমিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে কেএনসি রেজিমেন্ট। এবারে তাদের থিম বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই পুজো ফ্লাইওভার এর কাছে বারবার চোখ টেনেছে রাজ্যবাসীর। গত বছর এই ক্লাবের থিম ছিল উমেধ প্যালেস। রাজস্থানের যোধপুরের চমক দেখতে পাওয়া গিয়েছিল বারাসতে। এবারও তার অন্যথা হবে না।

পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোর মণ্ডপ এবার তৈরি করা হয়েছে মহীসুরের রাজপ্রাসাদের আদলে। কর্নাটকের এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াদিয়ার রাজ পরিবার। গত বছরও এই পুজো নাম করেছিল। গত বছরের এবারের থিম ছিল লক্ষ্য।

নবপল্লী অ্যাসোসিয়েশনের ভাবনায় এবার বৃন্দাবনের চন্দ্রদ্বয় মন্দির। ৭০০ কোটি টাকা খরচ করে এই মন্ডপ তৈরি করা হচ্ছে। ৪৬তম বর্ষে পড়তে চলেছে এই পুজো। গত বছরও বৃন্দাবনের প্রেমমন্দির থিম করেছিল তারা। তার আগের বছরে এদের থিম ছিল কেদারনাথ।

মায়াপুরের ইসকন মন্দির থিম করেছে সন্ধানী ক্লাব। বারাসাতের ১১ নম্বর রেলগেট পেরিয়ে কৃষ্ণনগর রোডের ওপর তৈরি হয়, সন্ধানী ক্লাবের এই পুজো।

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে ন’পাড়া কল্যাণ সমিতির কালীপুজোর মণ্ডপ। টাকি রোডের আগুয়ান সঙ্ঘ  এ বছরের পুজোয় মহাকুম্ভের অনুকরণে মণ্ডপ সাজিয়ে তুলছে। নবপল্লি আমরা সবাই ক্লাবে দেখা মিলবে দ্বারকার।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ