এই মুহূর্তে




ইংরেজবাজারে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে নজর কাড়া ভিড়, দেবীর দেহে ১০০ কেজি সোনার গহনা

নিজস্ব প্রতিনিধি: শারদ উৎসব ও দীপাবলির রেশ কাটতে না কাটতেই ইংরেজবাজার শহরের নেতাজি মোড় এলাকায় শুরু হয়েছে আরেক আনন্দ উৎসব জগদ্ধাত্রী পুজা(Jagadhatri Puja)। বাংলার চন্দননগরের ঐতিহ্য মেনেই মালদাতেও এই পূজো পালিত হয় ভক্তি ও উৎসাহের সঙ্গে। ইংরেজবাজার(Englishbazar) শহরের নেতাজি মোড় সংলগ্ন অ্যাসোসিয়েট ক্লাবের উদ্যোগে সোমবার মহাষষ্ঠী থেকে শুরু হয়েছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা।যা চলবে দশমী পর্যন্ত। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী পুজোকে এলাকার মানুষ “জাগ্রত দেবী” হিসেবে মান্যতা দেন।

সোনার অলঙ্কারে ভূষিত দেবীমূর্তি যেন এক অপূর্ব শোভা ছড়াচ্ছে মণ্ডপে। দেবীর অঙ্গে প্রায় ১০০ কেজি সোনার গহনা রয়েছে।চারিদিকে বাজছে ঢাক, শঙ্খ, উলুধ্বনি—ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সঙ্গীত। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে প্রণাম জানাচ্ছেন দেবীকে। পুজোর আবহে হাজী পাহাড় এখন উৎসবমুখর, আলোয় ঝলমল করছে প্রতিটি পথঘাট। ১৯৭৮ সাল থেকে এই পুজো শুরু হয়েছে। এই পুজোয় কোন চাঁদা আদায় করা হয় না।

উদ্যোক্তা রান নিজেদের অর্থ ব্যয় করে নেই পুজোর জন্য। পুজোর কদিন ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। আগে কম্বল ,বস্ত্র ইত্যাদি বিতরণ করা হত। পুজোর কদিন জগদ্ধাত্রী দেবীর আরাধনাকে ঘিরে ওই এলাকায় ভক্তদের ভিড় হয়, নজর কাড়ার মত।নিয়ম মেনে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় ইংলিশ বাজার এলাকায়। সপ্তমী অষ্টমী নবমী তিথিতে হয় পুজো। দশমী তিথিতে নিয়ম মেনেই নিরঞ্জন হয় প্রতিমার। পুজোর কদিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ