এই মুহূর্তে

অবশেষে দাবি উঠেই গেল, কালীপুজোতেও চাই সরকারি অনুদান

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাঙালির সেরা উৎসব যে দুর্গাপুজো(Durga Puja) যে নিয়ে যেমন কোনও সন্দেহ নেই, তেমনি এই পুজোর খরচ যে অনান্য পুজোর তুলনায় কয়েকগুণ বেশি সেটা নিয়েও সন্দেহ নেই। এই কারণেই তৃণমূল জমানার আগে রাজ্যে দুর্গাপুজোর সময় জোর করে চাঁদা আদায়ের ঘটনা যেমন সামনে আসতো, তেমনি সেই সব ঘটনা ঘিরে সংঘর্ষ, মারধর মায় খুনখারাপির ঘটনাও ঘটতো। আবার আর্থিক টানাটানির জেরে বহু পুরাতন পুজোও বন্ধ হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে সেই ছবি গত একদশকে অনেকটাই বদলে গিয়েছে এই বাংলার বুকে। এখন আর পুজোর সময় জোর করে চাঁদা আদায়ের ঘটনা সামনে আসে না। সংঘর্ষ, মারধর মায় খুনখারাপির ঘটনাও চোখে ধরা পড়ে না। সেই ছবি বদলে দেওয়ার পিছনে কাজ করেছে মুখ্যমন্ত্রীর চালু করা সরকারি অনুদান(Government Grant)। অস্বীকার করার উপায় নেই যে, এই অনুদান ঘিরে বিতর্ক থাকলেও, কিছু মানুষের তা পছন্দ না হলেও, দুর্গাপুজোকে ঘিরে রাজ্যের সামগ্রিক আর্থিক উন্নতিতে সেই অনুদান বেশ কাজে দিয়েছে। এবার দুর্গাপুজোর মতো কালীপুজোতেও সরকারি অনুদানের দাবি তুলল বেশ কয়েকটি কালীপুজো কমিটি।

আরও পড়ুন, মমতার জমানায় বাংলায় উল্লেযোগ্য ভাবে বেড়েছে মহিলা আয়কর দাতার সংখ্যা

গত কয়েক বছর ধরেই অবশ্য ধীরে ধীরে দাবি উঠছিল যে দুর্গাপুজোর সময় রাজ্য সরকার সরকারি অনুদান দিলে অনান্য পুজোর ক্ষেত্রে তা কেন দেবে না। কেননা রাজ্যে এমন বেশ কিছু এলাকা আছে যেখানে দুর্গাপুজো অপেক্ষা লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো কিংবা রাসযাত্রা বা সরস্বতী পুজোয় ধূম বেশি হয়, খরচ বেশি হয়, সংখ্যাতেও বেশি পুজো হয়। সেই সব পুজোর ক্ষেত্রে কেন সরকারি অনুদান মিলবে না, সেই প্রশ্ন উঠেছিল। যেমন – চন্দননগর, রিষড়া, কৃষ্ণনগর, বাউড়িয়া, অশোকনগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। আবার বারাসত, মধ্যমগ্রাম, দমদম, রাজারহাট, পাণ্ডুয়া, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি বিখ্যাত কালীপুজোর জন্য। খালনা বিখ্যাত লক্ষ্মীপুজোর জন্য। কাটোয়া, সোনামুখী, বাঁশবেড়িয়া, চুঁচুড়া বিখ্যাত কার্তিক পুজোর জন্য। কালনা আর মগরা বিখ্যাত সরস্বতী পুজোর জন্য। শান্তিপুর, নবদ্বীপ, দাঁইহাট বিখ্যাত রাসযাত্রার জন্য। এই সব এলাকার মানুষেরও দাবি, এখানে দুর্গাপুজোর মতো রাজ্য সরকার অনুদান দিক। দুর্গাপুজোর সময় ওই সব এলাকার পুজোয় অনুদান না দিয়ে তা দেওয়া হোক স্থানীয় ভাবে বিখ্যাত পুজোগুলির ক্ষেত্রে। তাতে ওই সব পুজো উৎসব ঘিরে এলাকার আর্থিক কর্মকাণ্ড আরও বাড়বে।

আরও পড়ুন, শিল্পের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র কত দিনে বদল, রাজ্য তুলে ধরবে জনসমক্ষে

কার্যত সেই দাবিই শনিবার উঠে এল কলকাতার বুকে আয়োজিত একটি বৈঠকে। শহরের কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে শনিবার সমন্বয় বৈঠকের আয়োজন করেছিল কলকাতা পুলিশ(Kolkata Police)। সেখানেই কালীপুজোতেও দুর্গাপুজোর ধাঁচে সরকারি অনুদানের দাবি তোলে কমিটিগুলি। আবার তাঁদের দাবি শুধু সরকারি অনুদানেই সীমাবদ্ধ থাকেনি। তাঁরা বিদ্যুতের বিলে ছাড় দেওয়ারও আবেদন করেছে। কমিটিগুলির দাবি, দীপাবলিও বাঙালির প্রাণের উৎসব। গোটা রাজ্য আলোর উৎসবে মেতে থাকে। তা হলে ছোট কালীপুজো কমিটিগুলি কেন বিদ্যুতের বিলে ছাড় পাবে না? এই বক্তব্য তুমুল হাততালি দিয়ে সমর্থন করেন অন্য পুজো কমিটির কর্তারাও। কমিটিগুলির দাবি, বৈঠকে উপস্থিত কলকাতার নগরপাল মনোজ বর্মা জানান, তিনি এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। এবারে রাজ্য সরকারের তরফে সারা রাজ্যের ৪৫ হাজার ৩৩৬টি ক্লাব-পুজো কমিটির জন্য মোট ৩৮৫ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে অনুদান হিসাবে। সঙ্গে ছিল বিদ্যুতের ছাড়। আগামী বছর থেকেই আবার ক্লাব বা কমিটি পিছু অনুদানের পরিমাণ ১ লক্ষ টাকা করে হতে চলেছে। অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকা(500 Crore Rupees) খরচ হবে সরকারের কোষাগার থেকে। এর সঙ্গে এবার দাবি জুড়ল বাড়তি অনুদানের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমে ফের জেলা সফরে মমতা, মুর্শিদাবাদের পাশাপাশি যাচ্ছেন উত্তরবঙ্গে

মালদার রতুয়ায় ৫০০ শতাধিক কংগ্রেস কর্মী সহ প্রাক্তন প্রধান যোগ দিলেন তৃণমূলে

বন্ধ কারখানার শ্রমিক আবাসনের ঘর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার

বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

জাল ফেলতেই নদী থেকে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ, ঘনাচ্ছে রহস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর