এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

স্কুলের মতো রুটিন, বসতে হবে তৃণমূলের নয়া ভবনে

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী বার বার বার্তা দিয়েছেন, দলের কর্মীরাই দলের সব থেকে বড় সম্পদ। তাই কেউ দল ছেড়ে চলে গেলেও দলের বিন্দুমাত্র ক্ষতি হবে না। দলনেত্রীর এই বিশ্বাস যে খুব একটা ভুল নয় তার সাক্ষী থেকেছে একুশের বিধানসভা নির্বাচন। তৃণমূলের(TMC) জন্মলগ্ন থেকে এখনও অবধি একুশের বিধানসভা নির্বাচনকেই সব থেকে কঠিন ভোটযুদ্ধ বলে মনে করা হয়। আর সেই ভোটযুদ্ধ দেখিয়ে দিয়েছে, দলে দলে নেতা থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা দল ছাড়লে বা বেসুরো হলেও মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই। আর সেই দলের সব থেকে বড় সম্পদ অবশ্যই দলের সেই সব কর্মীরা যারা দলের জন্য কাজ করে চলেছেন অবিরহ, লড়াই করে চলেছেন বিজেপি থেকে বামেদের বিরুদ্ধে। এবার সেই সব কর্মীদের সময় দিতে, তাঁদের অভাব অভিযোগের কথা শুনতে রীতিমত স্কুলের মতো রুটিন বেঁধে দেওয়া হল দলের কিছু সাংগঠমিক পদাধিকারী থেকে নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের জন্য। 

কলকাতার ই এম বাইপাস লাগোয়া চিংড়িঘাটার কাছে মেট্রোপলিটান(Metropolitan) এলাকায় তৃণমূলের নতুন কার্যালয় চালু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই বাড়িতেই দলের গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ককে রুটিন মেনে বসতে বলা হয়েছে। কে নেই সেই তালিকায়! আছেন রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, শশী পাঁজা(Sashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্য। আছেন সাংসদ দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শান্তনু সেন। আছেন মণীশ গুপ্ত, অশোক রুদ্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণকলি বসু, সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, সমীর চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। আর আছেন সায়নী ঘোষ(Sayani Ghosh), পূর্ণেন্দু বসু, বিবেক গুপ্ত, হাজি নুরুলও। সপ্তাহ জুড়ে কোন কোন নেতা কোন কোন বিষয়ে কথা বলতে রাজ্য নতুন এই দফতরে থাকবেন, একেবারে নোটিস আকারেই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তৃণমূল। দলের কর্মীদের সমস্যার কথা শুনতেই দলীয় নেতাদের জন্য এই রুটিন বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এতে নাম নেই দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম নেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়েরও।  

প্রতি সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মেট্রোপলিটানের এই নয়া অস্থায়ী তৃণমূল ভবনে বসবেন আইএনটিটিইউসির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন। বেলা .১টা থেকে ৩টে অবধি থাকবেন তৃণমূলের খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু ও ৩টে থেকে ৫টা অবধি বসবেন দেবকুমার মুখোপাধ্যায়। বেলা ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বসবেন দলের যুব সংগঠনের নেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার ১১টা থেকে ১টা অবধি বসবেন দোলা সেন ও মণীশ গুপ্ত। ১টা থেকে ৩টে অবধি বসবেন দলের মাইনরিটি সেলের হাজি শেখ নুরুল ইসলাম ও খালেদ এবাদুল্লাহ। ৩টে থেকে ৫টা অবধি বসবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার সঙ্গে থাকবেন মলয় মজুমদার ও সঞ্জয় বক্সি। একই সময়ে থাকবেন দলের বুদ্ধিজীবী সেলের নেতা ওয়াজুল হকও। বুধবার বেলা ১১টা থেকে ১টা অবধি বসবেন আইএনটিটিইউসির নেতা তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত বসবেন প্রাইমারি টিচার্স সেলের অশোক রুদ্র ও খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু। ৩টে থেকে ৫টা অবধি থাকবেন দলের মহিলা সংগঠনের নেত্রী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ মালা রায়। ওইদিনই বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত থাকবেন দলের যুব সংগঠনের নেত্রী সায়নী ঘোষ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবেন আইএনটিটিইউসির নেতা তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ১টা থেকে ৩টে অবধি থাকবেন সাংসদ শান্তনু সেন, দলের নেতা দেবকুমার মুখোপাধ্যায়। ৩টে থেকে ৫টা অবধি থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায়। শুক্রবার ১টা থেকে ৩টে অবধি বসবেন দলের হিন্দি সেলের নেতা বিবেক গুপ্তা। ৩টে থেকে ৫টা অবধি থাকবেন, দলের এসসি ওবিসি সেলের নেতা তাপস মণ্ডল, দলের নেতা ওমপ্রকাশ মিশ্র ও রাজু ঘোষ। সেদিন সায়নী ঘোষ ওখানে থাকবেন বেলা ১১টা থেকে বিকাল ৪টে অবশি। শনিবার ১১টা থেকে ১টা অবধি থাকবেন দলের জয়হিন্দ বাহিনীর নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়। একই সময়ে ভবনে থাকবেন সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী ও পার্থ ভৌমিক। ১টা থেকে ৩টে অবধি থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায়। ৩টে থেকে ৫টা অবধি থাকবেন বঙ্গজননী সংগঠনের নেত্রী ও সাংসদ মালা রায় এবং দলের সেকেন্ডারি টিচার্স সংগঠনের দিব্যেন্দু মুখোপাধ্যায়। ৪টে থেকে ৬টা অবধি থাকবেন ওয়েবকুপার কৃষ্ণকলি বসু। ওইদিনই আবার ৩টে থেকে ৫টা অবধি পাওয়া যাবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তাঁর সঙ্গে থাকবেন বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমারকে। রবিবার ১১টা থেকে ১টা অবধি থাকবেন দোলা সেন এবং ১টা থেকে ৩টে অবধি থাকবেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গে থাকবেন তন্ময় ঘোষ ও সমীর চক্রবর্তী।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

দুর্গাপুরের কারখানায় পাঁচিল ভেঙে মৃত ২ শ্রমিক, আহত আরও ২

নদিয়াতে বৃষ্টির আকাল থাকায়, হাঁস চাষে হতাশা ফার্ম মালিকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর