এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়, দক্ষিণবঙ্গে জারি বজ্রপাতের সতর্কতা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের সতর্কতা জারি করে দিল দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan)। বঙ্গোপসাগরে(Bay of Bengal) বুকে সৃষ্টি হয়েছে উচ্চচাপ বলয়। আর তার জেরে দক্ষিণবঙ্গের পরিমন্ডলে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। একই সঙ্গে ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের(South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু তার থেকেও বেশি যেটা থাকছে তা হল বজ্রপাতের সম্ভাবনা। গতকাল অর্থাৎ বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে বজ্রগর্ভ মেঘ(Thunder Cloud) সৃষ্টি হয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলার কোথাও কোথাও বৃষ্টি ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতেও দেখা যায়। এমনকি পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতের জেরে ২ যুবকের মৃত্যুর খবরও মিলেছে। যদিও গতকাল সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে দেখা যায়নি। তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সূত্রেই হাওড়া, কলকাতা এবং এই দুই জেলা লাগোয়া দুই ২৪ পরগনা এবং হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘন ঘন বজ্রপাতের(Lightning) সম্ভাবনা থাকছে।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। শনিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া উচ্চ চাপ বলয়ের জন্য ছোট নাগপুর মালভূমির বুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের দিক থেকে ওই মেঘ ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি হচ্ছে। অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধিও অব্যাহত আছে। ভূপৃষ্ঠের  উত্তাপ বাড়লে বজ্রগর্ভ মেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পায়। আর তাই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে। ইতিমধ্যেই শহর কলকাতার বুকে রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন আরও গরম পড়তে পারে। এদিন থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে।    

মৌসম ভবনের দাবি, এদিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। পাশাপাশি হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির মধ্যেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর