এই মুহূর্তে




বাংলাদেশ থেকে ফেরত আসার পথে হেনস্থার শিকার ভারতীয়রা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কোটা সংরক্ষণকে কেন্দ্র করে প্রায় ২ মাস ধরে বিক্ষোভের আগুন জ্বলছিল বাংলাদেশে(Bangladesh)। পরবর্তীতে গোটা অশান্তিই হয়ে ওঠে শেখ হাসিনা(Sheikh Hasina) সরকার বিরোধী। সোমবার তা ভয়াবহ আকার নেয়। গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। এই অবস্থায় সে দেশ ছাড়ছেন সেখানে থাকা ভারতীয়রাও(Indians)। আর অভিযোগ উঠছে, বাংলাদেশ থেকে ভারতে আসার পথেই তাঁদের পদে পদে পড়তে হচ্ছে হেনস্থার(Harassed) মুখে। এদিন দিল্লিতে সংসদ ভবনে বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রী(External Affairs Minister) এস জয়শংকর(S Jaysankar) জানিয়েছেন, পড়শি দেশে এখনও আটকে রয়েছেন প্রায় ১৯ হাজার ভারতীয়। গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যদিও হেনস্থার মুখে পড়া ভারতীয় নাগরিকদের দাবি, সেনা কোনও সাহায্যই করছে না।

আরও পড়ুন ‘বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত’, বার্তা দিলীপের

শেখ হাসিনা ভারত ছাড়তেই সেখানে আটকে পড়া বেশিরভাগ ভারতীয় হিন্দুরা চেষ্টা করছেন যে কোনও মূল্যে দেশে ফেরার। আর সেই পরিস্থিতিতেই একেকজনের অভিজ্ঞতা হচ্ছে ভয়ংকর। রাস্তায় আটকে তাঁদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। টাকা-পয়সা, গয়না হাতানোর চেষ্টা করা হচ্ছে। দাবি পূরণ না হলে পাসপোর্ট পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। ব্যবসার কারণে ওপার বাংলার যাঁরা ভারতে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের অভিজ্ঞতাও ভয়াবহ। ভারত ও বাংলাদেশের বহু মানুষ নিয়মিত দুই দেশে যাতায়াত করেন। কেউ ব্যবসায়িক কারণে, কেউ আবার আত্মীয়ের কাছে যান। এরকম অনেকেই আটকে ছিলেন বাংলাদেশে। সোমবার পরিস্থিতির জটিলতা বাড়তেই ওদেশে আটকে থাকা ভারতীয় হিন্দুরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। সেখানেও সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। সীমান্তের দিকে আসার পথে জায়গায় জায়গায় আটকানো হয় তাঁদের। সেখানে তাঁদের রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয় যে, বাংলাদেশি হিন্দু হওয়ায় তাঁরা দেশ ছাড়ছেন কিনা!

আরও পড়ুন ‘জামাতরা দেশটাকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চাইছে’, ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্মা পাড়ের মানুষেরা

শুধু এইটুকুই নয়, ভারতে ফেরার পথ ধরেছেন যারা তাঁদের কাছ থেকে পাসপোর্ট সহ সঙ্গে থাকা দামী জিনিসও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মোটা টাকার বিনিময়ে সেই সব ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশের একাধিক ব্যবসায়ীও ব্যবসার কাছে ভারতে আসতে গিয়ে প্রবল বাধার মুখে পড়ছেন। বাংলাদেশের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরাও। এদিন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিতে গিয়ে জয়শঙ্করও স্বীকার করেছেন, অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সেদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানরা। তিনি জানিয়েছেন, ‘আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রায় ১৯ হাজার ভারতীয় রয়েছেন বাংলাদেশে। যার মধ্যে ৯ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এই বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। সেখানে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বেগে থাকব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

লাগাতার জল ছাড়ছে ডিভিসি,  বানভাসি দক্ষিণবঙ্গ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর