এই মুহূর্তে




সাতসকালে মেট্রোর ব্লু লাইনে বিভ্রাট, কিছুক্ষণ পর পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি : ফের ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে চালু ছিল মেট্রো। ব্লু লাইনে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছিল। অফিস টাইমে এই পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। দ্রুততার সঙ্গে কাজ করে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

জানা গিয়েছে, অটো সিগন্যালিং সিস্টেমে জরুরি কারণে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই পরিষেবা বন্ধ রাখা ছিল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। শুক্রবার সকালে পরিষেবা শুরুর সময়েই অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। তখনই তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। সেই সময় আংশিক পরিষেবা বন্ধ রেখে বাকি পরিষেবা চালু রাখা হয়। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে আপ ও ডাউনে। প্রায়ই অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও আত্মহত্যার ঘটনা। ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যহত হয়। এদিন অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেওয়ায় আংশিক পরিষেবা চালু রেখে, বাকি কাজ করা হয়।

মেট্রো সূত্রে খবর, বেলগাছিয়ার কাছে অটো সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তাই মেট্রো কর্তৃপক্ষ টের পেয়েই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে। তারফলেই দমদমে পরিষেবা বন্ধ হয়ে গেছে।  অফিস টাইমে মানুষের সমস্যা কাটতে দ্রুত পরিষেবা স্বাভাবিকও করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ