এই মুহূর্তে




লোহা কারখানায় করাতে গলা কেটে নাবালকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: লোহার গোডাউনের মধ্যে মেশিনের ব্লেডে গলা কেটে নাবালকের মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কারখানার মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়েছে।

রবিবারে একটি লোহা কাটাই কারখানায় কাজ করতে গিয়ে গলায় লোহার ব্লেড লেগে মৃত্যু হয়েছে এক নাবালক শ্রমিকের। স্থানীয় সূত্রে, মৃতের নাম গোপাল। সাঁকরাইল থানা এলাকার রাজগঞ্জ শীতলতলায় রাজমহল বর্মার লোহার জিনিসপত্র কাটাইয়ের কারখানায় কাজ করত গোপাল। মা-বাবা কেউ নেই তার। দিদার কাছেই মানুষ ওই নাবালক। মূলত রবিবার কোনও শ্রমিক না আসায় শিশুদের দিয়ে কাজ করানো হত বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গিয়েছে, রবিবার কাজ করার সময় মেশিন থেকে ব্লেড ছিটকে তার গলায় ঢুকে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কেন ওই কারখানায় শিশু শ্রমিকদের কাজ করানো হতো তা নিয়ে প্রশ্ন উঠছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারখানার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে ওই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক কে ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে উত্তরে সন্তুষ্ট না হয়ে কারখানার মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। কারখানার অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ