এই মুহূর্তে




খুলছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু, স্বস্তি উত্তরের পর্যটনে

নিজস্ব প্রতিনিধি : একরাতের বৃষ্টির তছনছ হয়ে গিয়েছিল দুধিয়া সেতু। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেতুটি। বালাসোর নদীর জলের তোড়ে ভেসে গিয়েছিল সেতুটি। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। পর্যটনেও প্রভাব পড়েছিল বিস্তর। তবে এবার উত্তরে পর্যটনে বড় স্বস্তি। সোমবারই খুলছে দুধিয়ার হিউম পাইপের বিকল্প সেতু। ১৩২টি হিউপ পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই বিকল্প সেতুটি। দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পর সেটি দ্রুত তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মতই বিকল্প সেতু তৈরি করে খুলে দেওয়া হচ্ছে। 

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে চালু দুধিয়া সেতু। ১৬ দিনের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে এই সেতু। সোমবার থেকেই স্বাভাবিকভাবে যান-চলাচল শুরু হচ্ছে। বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুর উপর গাড়ি চলাচল করবে। তবে পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা রয়েছে।

গত ৪ অক্টোবর থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তির্ণ অঞ্চল। ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপলে উত্তরবঙ্গের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সেখানে পৌঁছে গিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন দ্রুত বিকল্প রাস্তা তৈরি করতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছিল। সেই কাজ সম্পন্ন হয়েছে মাত্র ১৬ দিনে। বিকল্প সেতু তৈরি করে বিকল্প যাতায়াতের পথ তৈরি করে দেওয়া হয়েছে। হিউমপাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে এই অস্থায়ী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে।

বিকল্প সেতু তৈরি করা হলেও কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। পুরনো সেতুর পাশেই ৫৪ কোটি টাকা ব্যয় করে নতুন সেতু তৈরির কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই সেতু তৈরির কাজ শেষ হবে। এই সেতুর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

তমলুকের হরশঙ্কর ব্রাহ্মণ বাড়ির প্রাচীন জগদ্ধাত্রী পুজো ঘিরে ভক্তদের ঢল

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ