এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোর আগে পর্যটন নিয়ে বড় পরিকল্পনা নবান্নের, রাজ্যে বেড়েছে হোমস্টের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে ঘিরে বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের সুবিধার পাশাপাশি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা যাতে এ বছর লাভের মুখ দেখেন সেই বিষয় মাথায় রেখে নবান্নের তরফে রাজ্যের বিভিন্ন জেলাকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে গত দুবছর রাজ্যের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ক্ষতির মুখ দেখেছে। এবার যাতে তা না হয় সেই কারণে নবান্নের তরফে তৎপরতা শুরু করা হয়েছে। রাজযের বিভিন্ন জেলায় থাকা পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে এবার আকর্ষনীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিল নবান্ন। পর্যটন কেন্দ্র রয়েছে রাজ্যের এমন জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব ইতিমধ্যে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন তিনি। পর্যটক পরিষেবার কোনও ত্রুটি যাতে না হয় সেই বিষয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। পাশাপাশি নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যক পর্যটন কেন্দ্রেই অন্তত আট থেকে দশটি কিয়স্ক রাখার জন্য। যে কিয়স্কে তন্তুজ, মঞ্জুষা ও স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের কারুশিল্প, হস্তশিল্প, হ্যান্ডলুম পর্যটকদের কাছে তুলে ধরবে। পাশাপাশি সেই কিয়স্কগুলিতে টি-শার্ট সহ নানা স্মরনিকাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ভারতের বিভিন্ন রাজ্যে যেমন ওড়িশা, গোয়া, কেরল সহ বহু রাজ্য পর্যটন কেন্দ্রগুলিতে নানা স্মরণিকা বিক্রির ব্যবস্থা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা দেখা মেলে না। পর্যটন দফতরের কর্তারা মনে করছেন এই স্মরণিকা নিয়ে ভালো ব্যবসা হতে পারে। তাই এবার রাজ্যের পঞ্চায়েতগুলির হাতে থাকা আনন্দধারার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই কাজে উৎসাহিত করছে রাজ্য। অন্যদিকে রাজ্য সরকার হোমস্টে বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে। এবছর বহু সংখ্যক হোমস্টেকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। যার সংখ্যাটা পড়ায় ১৭০৪। যা পর্যটন শিল্পে নতুন কর্ম সংস্থানের দিশা দেখাচ্ছে। প্রসঙ্গত ভারতের মধ্যে পর্যটন শিল্পে হোমস্টের সংখ্যা সবচেয়ে বেশি ছিল মহারাষ্ট্রে। কিন্তু বাংলায় হোমস্টের সংখ্যা অনেকটকা বেড়ে যাওয়ায় মহারাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে বাংলা। এই হোমস্টেগুলিতে পর্যতকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে পর্যটকদের কাছে এই হোমস্টেগুলি বাড়তি পাওনা হতে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সল্টলেকের বিভিন্ন প্রবেশ পথে শুরু কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি

ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর