-273ºc,
Friday, 2nd June, 2023 8:57 pm
নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের নিমতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ধরা পড়েছিল জঙ্গি (TERRORIST) ঈশা শেখ। বিস্ফোরণে (BLAST) গুরুতর জখম হয়েছিলেন শ্রমমন্ত্রী জাকির হোসেন সহ অন্তত ২৩ জন। সেই ঘটনায় ধৃত জঙ্গির হল এনআইএ হেফাজত। ৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপর ফের শুনানি হবে। উল্লেখ্য, এদিন আইএস জঙ্গি মুসাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এনআইএ বিশেষ আদালত।
বিধানসভা ভোটের আগে ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য মুর্শিদাবাদের নিমতা স্টেশনে গিয়েছিলেন শ্রমমন্ত্রী জাকির হোসেন। বিস্ফোরণের ঘটনায় তিনি সহ গুরুতর আহত হয়েছিলেন ২৩ জন। মন্ত্রীর ১ টি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, এই ঘটনায় জড়িত ঈশা শেখ। তাকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন, ৭ জুন পর্যন্ত।
অন্যদিকে, রাজ্যে প্রথম ধৃত এই আইএসআইএস (ISIS) জঙ্গি মুসাউদ্দিন। ধৃত পরিচিত ছিল মুসা নামে। প্রথমে মুসা ছিল সিআইডি হেফাজতে। পরে তাকে হেফাজতে নেয় এনআইএ। তারপর তদন্ত চলে ৫ বছর। চলেছে মামলা। অবশেষে, রায় ঘোষণা করেছে এনআইএ বিশেষ আদালত। ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং সন্ত্রাসের একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, ধৃতের সঙ্গে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক আইএস মডিউল প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আছে। শুধু তাই নয়, চলত আইএস- এর বিস্তারের কাজ। ধৃত দীর্ঘ বছর বন্দি ছিলেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।
তদন্তে নেমে এনআইএ জানতে পারে, ভারতে আইএস চক্র বিস্তারের পাশাপাশি দেশের বাইরেও এই কাজে যুক্ত ছিল মুসাউদ্দিন। নিয়মিত যোগাযোগ ছিল আন্তর্জাতিক আইএএস মডিউল প্রতিনিধিদের সঙ্গে। অস্ট্রেলিয়া আইএস মডিউলের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল মুসার। এই তথ্য মার্কিন গোয়েন্দা দফতরের কাছেও পাঠানো হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, তদন্ত চলেছে প্রায় ৫ বছর। তারপরেই সাজা ঘোষণা হয়েছে।