এই মুহূর্তে




দানব বৃষ্টি হতে সাবধান! পর্যটকদের জন্য সান্দাকফুর পথঘাট, ট্রেকিং বন্ধ করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: অক্টোবরের শুরুতেই প্রকৃতির রুদ্রমূর্তিতে প্রায় লন্ডভন্ড হয়ে যায় উত্তরবঙ্গ। টানা পাঁচদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধস নামে। মারাও যান অনেকে। ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয় পশ্চিম বঙ্গের শৈল শহরগুলিতে। তবে এখন সেই ক্ষত মুছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পাহাড়। কিন্তু এরই মধ্যে উত্তরবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই কারণেই এবার সান্দাকফু ট্রেকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পর্যটকদের নিরাপত্তার জন্যই এমনটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ সামনে না আসা পর্যন্ত মানেভঞ্জনের পরে পর্যটকদের আর এগোতে দেওয়া যাবে না।

পাশাপাশি সমস্ত ট্রেকিং, ঘোরাফেরা বন্ধেরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসছে শীতকাল, আর শীত মানেই প্রকৃতি তার রূপ খুলবে। সেটাই দেখার জন্যে বেশিরভাগ মানুষ পাহাড় ভ্রমণ করেন। উৎসবের মরসুম শেষ প্রায়, তাও পাহাড়ে পাহাড়ে পর্যটকদের ভিড় কমার নাম নেই। তবে শীত কালেই বেশি সুন্দরী হয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা। বছরের বাকি সময়গুলিতে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু শীতকালে কাঞ্চনজঙ্ঘাকে যে প্রান্তেই হোক দেখা যাবেই। তাই শীতকালের জন্যে অনেকেই পাহাড় ভ্রমণ গচ্ছিত রাখেন। আর শীত পড়তেই সিকিম, দার্জিলিঙের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পাহাড়প্রেমীরা। কিন্তু দানব বৃষ্টি আবারও পর্যটকদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে আসছে। তাই আগেভাগেই সান্দাকফু ট্রেকিং বন্ধ করে দেওয়া হল।

আসলে দার্জিলিংয়ের টাইগার হিল, রক গার্ডেন, সান্দাকফু বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু উত্তরবঙ্গে শুক্রবার সেখানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও। আজও এই জেলা গুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তাই এমন পরিস্থিতিতে পর্যটকদের সুরক্ষাসার্থে চরম পদক্ষেপ নিল প্রশাসন। চলতি মাসের উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন অনেক পর্যটক। তাই পর্যটকদের আর বিপদে ফেলতে নারাজ কর্তৃপক্ষ। তাই পর্যটকদের নিরাপত্তার খাতিরেই মানেভঞ্জনের পরে পর্যটকদের আর এগোনোর পথ বন্ধ করা হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ