এই মুহূর্তে

বাড়তি বিলের অভিযোগে সরব তৃণমূল সাংসদ, বাধ্য হয়ে টাকা ফেরাল হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি হাসপাতালের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগ উঠল শাসকদলেরই প্রবীণ সাংসদ সৌগত রায়ের মুখে। দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন একটি নামে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওভার বিলিং-এর অভিযোগ তুলে ক্লিনিকাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটর কমিশনের দ্বারস্থ হন দমদমের এই সাংসদ।

জানা গিয়েছে, চলতি মাসের ১৮ জানুয়ারি রাত সাড়ে ন’টার পরে তিনি ওই হাসপাতালে ভর্তি হন এবং ২০ জানুয়ারি দুপুরে ছুটি পান। মাত্র দুদিনের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর হাতে তুলে দেয় ১ লক্ষ ৫৪ হাজার ৫১৮ টাকার বিল। বিলের অঙ্ক দেখে সৌগত রায় কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি সামনে আসতেই কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দোপাধ্যায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত হার অনুযায়ী নতুন করে বিল করার নির্দেশ দেন।

আরও পড়ুন: শহরে ২০০ সিএনজি বাসের গ্রিন সিগন্যাল, রুট ম্যাপ তৈরিতে বিশেষ নজর প্রশাসনের

কমিশনের হস্তক্ষেপের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিল পুনর্মূল্যায়ন করে। সংশোধিত দিলে চিকিৎসা খরচ দাঁড়ায় ৩৫ হাজার ৭৬৮ টাকা। ফলে আগের বিলের তুলনায় অতিরিক্ত আদায় করা ১ লক্ষ ১৮ হাজার ৭৫০ টাকা সৌগত রায়কে ফেরত দেওয়া হয়। মঙ্গলবার এ প্রসঙ্গে সাংসদ নিজেই জানান, কমিশনের নির্দেশ মেনে হাসপাতাল টাকা ফেরত দিয়েছে। এখন বিষয়টি নিয়ে আর কোন বিতর্ক নেই।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, সাংসদের ক্ষেত্রে কোন বিশেষ নিয়ম ভাঙ্গা হয়নি। হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনের বক্তব্য, সাধারণ রোগীদের মতোই সৌগত রায়কেও নিয়মিত বিল দেওয়া হয়েছিল। তিনি জানান, সাংসদ কোন ছাড় চাননি এবং বিল পরিশোধও করেছিলেন। এর আগেও একই হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় কোন সমস্যা হয়নি বলে জানান তিনি। তবে কমিশনের নির্দেশের পর বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়াতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনুযায়ী নতুন বিল করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের একবার বেসরকারি হাসপাতালে বিলিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

এসআইআর শুনানির জন্য গ্রামে এসে প্রতিবেশীদের মারধরে মৃত যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ