এই মুহূর্তে




‘তোলা দেবেন না, কত বড় গুণ্ডা আছে দেখতে চাই’, বিস্ফোরক বিধায়ক ও পুলিশ সুপার




নিজস্ব প্রতিনিধি: চাঁদা- তোলা আদায়ের বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নিয়েছে রাজ্য, প্রাশাসন, শাসকদল। সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) ঘোষণা করেছেন, ২১ জুলাইয়ের নাম করে চাঁদা সংগ্রহ করা যাবে না। কেউ করলেই দল থেকে সাসপেন্ড করা হবে তাঁকে। তারপরে একটি মঞ্চ থেকে বিধায়ক (MLA) এবং পুলিশ সুপার (SP) একই সঙ্গে তোলা আদায়ের বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে হুঁশিয়ারি দিলেন। বলা হল, ‘কাওকে তোলা দেবেন না’। সেই সঙ্গে আরও বলা হয়েছে, দেখে নেওয়া হবে কে কত বড় গুণ্ডা আছে।

শনিবার বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে টোটোচালকদের নিয়ে এক স্মমেলনের আয়োজন করেছিল জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কমনাশিস সেন ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই সম্মেলনেই জেলা পুলিশ সুপার বলেন, কোনওরকম তোলাবাজিও চলবে না। পুরো বর্ধমানে কে কত বড় গুণ্ডা আছে, তিনি দেখতে চান। কেউ তোলা দিলে তাঁর বিরুদ্ধেও তিনি কেস করবেন বলেও জানান। বলেন, স্টেশনের বাইরে কয়েকজন তোলা তোলে, এই অভিযোগ তাঁর কাছে আছে। তাদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এরপরে কেউ তোলা চাইলে যেন অভিযোগ জানাতে সরাসরি তাঁর অফিসে এসে জানানো হয়।

বিধায়ক বলেন, কেউ তোলা চাইলেও এক পয়সা দেবেন না। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানাবেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, টাকা চাইলেই কেন দিতে হবে?

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বারবার জেলায় জেলায় সফরে গিয়ে বেআইনি টাকা আদায় বা জনগণকে নাকাল করার একাধিক অভিযোগ পেয়েছেন। তিনি নিজে বিভিন্ন মঞ্চ থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারপর থেকে তোলা আদায় রুখতে আরও তৎপর প্রশাসন।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

চাহিদা তুঙ্গে, বর্ধমান থেকে মালয়েশিয়ায় গেল জামদানি

মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

কেঁচো খুড়তে কেউটে! অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি প্রতারণা চক্রের হদিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর