এই মুহূর্তে




কেন খুন করা হয়েছিল রাহুল লালকে, প্রকাশ্যে পার্কস্ট্রিট হত্যাকাণ্ডের মোটিভ

নিজস্ব প্রতিনিধি: পার্কস্ট্রিট হোটেলে রাহুল লাল হত্যা মামলায় ওড়িশা থেকে লালবাজারের কর্মকর্তারা আটক করেন শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরাকে। ওড়িশা থেকে কলকাতায় নিয়ে এসে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে শক্তিকান্ত ও সন্তোষকে  জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে আসে নয়া তথ্য।

জানা গিয়েছে সন্তোষ বেহরা ও শক্তিকান্ত বেহরাকে ছুরি বের করে খুনের হুমকি দিয়েছিলেন রাহুল। পাশাপাশি লুটপাটও করতে চেয়েছিলেন। এই খুন ও লুটপাট   রুখতেই সন্তোষ ও শক্তিকান্ত হত্যার সিদ্ধান্ত নেয় রাহুলকে। গলায় গামছা পেঁচিয়ে খুন করা হয় যুবককে। কলকাতা ভ্রমণের জন্য রাহুল লালের সঙ্গে আলাপ করেছিল তারা। ভাইয়ের আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করেছিলেন রাহুল। হোটেলে যাওয়ার পর দুই সঙ্গীর কাছ থেকে লুটপাটের চেষ্টা করেছিলেন। মত্ত অবস্থায় খুনের হুমকিও দিয়েছিলেন। ফলে উপায়ান্তর না দেখে শক্তিকান্ত ও সন্তোষ রাহুলকে হত্যা করে। গত ২৪ অক্টোবর পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার হয়েছিল রাহুল লালের দেহ।

নিহত যুবকের নামে রয়েছে ক্রিমিনাল রেকর্ড ছিল। ৫টি থানায় তাঁর বিরুদ্ধে ছিল অভিযোগ। চুরি ও প্রতারণা সহ একাধিক অভিযোগ থাকার ফলে পুলিশ সেই বিষয়গুলিও খতিয়ে দেখছিল। ২২ অক্টোবর হোটেলে শক্তিকান্ত ও সন্তোষের সঙ্গে এসেছিল রাহুল। সেই সময় ২টি আধারকার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আধার কার্ড দুটি ভুয়ো ছিল বলে পুলিশ জানতে পারে। হোটেলে আসার কিছুক্ষণ পর একজন, আর কিছুক্ষণ পর অন্যজন বেরিয়ে যায়। পরের দিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে ঘর খুলে বক্সখাট থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে রাহুলের নামে। দামী জিনিস চুরি করে ভিন রাজ্যে পাচার করত সে। পুলিশের অনুমান ছিল, এবারও চুরির জিনিস হাত বদল করার সময় খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রতারণা ও চুরি সংক্রান্ত একাধিক অপরাধে নাম জড়িয়েছে রাহুলের। কেন খুন করা হল রাহুলকে তা পুলিশ জানতে চাইছিল শক্তিকান্ত ও সন্তোষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে।

পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল খুন করে ওড়িশায় পালিয়েছে দুষ্কৃতীরা। হোটেলে খুন করে হাওড়া থেকে ট্রেন ধরে ওড়িশায় গিয়ে গা ঢাকা দিয়েছিল তারা। হত্যাকারীদের খোঁজে ওড়িশায় গিয়ে অবশেষে শক্তিকান্ত বেহরা এবং সন্তোষ বেহরাকে নিয়ে কলকাতায় ফিরেছেন তদন্তকারীরা। বুধবার তাদের আটক অবস্থায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর দিজনকেই গ্রেফতার করে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ