এই মুহূর্তে




দুয়ারে পরিষেবা, মাত্র ৬ ঘন্টাতেই রক্ত পরীক্ষা করে রিপোর্ট জানাবে Amazon




ইন্দ্রজি‍ৎ রায়: ভারতের স্বাস্থ্যপরিষেবায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল অ্যামাজন। এবার থেকে আর রক্ত পরীক্ষার জন্য ল্যাবের সামনে লম্বা লাইন নয়। ঘরে বসেই মিলবে পরীক্ষার সুবিধা! অ্যামাজন হাত মিলিয়েছে Orange Health Labs–এর সঙ্গে, এবং চালু করেছে আধুনিক পরিষেবা অ্যামাজন ডায়াগনস্টিকস

কীভাবে কাজ করবে?

এই পরিষেবা ব্যবহার করতে হলে আপনাকে যেতে হবে অ্যামাজন–এর অ্যাপে। সেখানকার ‘Medical’ ট্যাবে গিয়ে আপনি ৮০০-টিরও বেশি ডায়াগনস্টিক টেস্ট বুক করতে পারবেন। আগেই যেখানে অ্যামাজন Pharmacy–তে ওষুধ কেনার এবং অ্যামাজন Clinic–এ অনলাইন ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ ছিল, এবার তা সম্পূর্ণ হল ডায়াগনস্টিকস পরিষেবার মাধ্যমে।

বুক করার ৬০ মিনিটের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবেন প্রশিক্ষিত কর্মী এবং রক্তের নমুনা সংগ্রহ করবেন। তারপর মাত্র ৬ ঘণ্টার মধ্যে আপনার রিপোর্ট চলে আসবে সরাসরি অ্যামাজন অ্যাপ–এ। একেবারে ডিজিটাল, নিরাপদ এবং সুরক্ষিত পদ্ধতিতে।

এই মুহূর্তে অ্যামাজন ডায়াগনস্টিকস পরিষেবা চালু হয়েছে ভারতের ৬টি শহরে —
বেঙ্গালুরু, দিল্লি, গুরগাঁও, নয়ডা, মুম্বই এবং হায়দরাবাদে। পরবর্তীতে দেশের আরও বহু শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

যাঁরা প্রথমবার এই পরিষেবা ব্যবহার করছেন, তাঁদের জন্য অ্যামাজন দিচ্ছে এক আকর্ষণীয় ছাড়। AMAZON15 কোড ব্যবহার করলে মিলবে ১৫% ছাড়। তবে অফার সীমিত সময়ের জন্য – তাই তাড়াতাড়ি বুক করুন!

কীভাবে বুক করবেন?

  1. অ্যামাজন অ্যাপ খুলুন
  2. Medical’ বিভাগে যান
  3. পছন্দের টেস্ট বেছে নিন
  4. ঠিকানা, সময় নির্ধারণ করে বুকিং সম্পূর্ণ করুন

চাইলে অ্যামাজন চ্যাটবট আপনাকে পুরো প্রক্রিয়ায় সাহায্য করবে। রিপোর্ট অ্যাপেই পাওয়া যাবে, একদম নিরাপদে।

Prime এবং Non-Prime – উভয় ব্যবহারকারীরাই পরিষেবা নিতে পারবেন। তবে প্রাইম গ্রাহকরা কিছু বাড়তি সুবিধা পাবেন, যেমন দ্রুততর ডেলিভারি ও বিশেষ সাপোর্ট। অ্যামাজন এবার কেবল ই–কমার্সেই নয়, ভারতীয় স্বাস্থ্য পরিষেবাতেও নিজেদের দাপট দেখাতে শুরু করেছে। বাড়িতে রক্ত পরীক্ষা, রিপোর্ট ৬ ঘণ্টায়, আর মিলছে ১৫% ছাড় – একে বলে সত্যিকারের স্মার্ট স্বাস্থ্যসেবা!

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

বাজারে হাজির ট্রাম্ফের এই অসাধারণ মোটরসাইকেল, দাম শুনলে চোখে সর্ষেফুল দেখবেন

Infinix আনছে গেমিং-ফোকাসড স্মার্টফোন Hot 60 5G+, থাকছে AI বাটন

বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি কিনবেন? বাজার কাঁপানো সেরা ৩টি মডেলের খোঁজ রইল

Lava-র নয়া ফোন Blaze AMOLED 5G, রয়েছে প্রিমিয়াম ফিচার ও দারুণ ডিজাইন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ