এই মুহূর্তে




গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই গ্রাহকদের ভরসাস্থল হয়ে উঠেছে বন্ধন ব্যাঙ্ক। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মোট ব্যবসা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশ এখন প্রায় ৭১%। এই বৃদ্ধির পিছনে রয়েছে ব্যাংকের শাখা নেটওয়ার্ক বৃদ্ধি, কাজের দক্ষতা উন্নয়ন এবং ভালো ব্যবসায়িক পরিবেশ।

দেশে ক্ষুদ্র ঋণের অন্যতম পথিকৃ‍ৎ চন্দ্রশেখর ঘোষের হাত ধরেই পথচলা শুরু হয়েছিল বন্ধন ব্যাঙ্কের। বর্তমানে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬,৩৫০টিরও বেশি শাখার মাধ্যমে ৩.২৩ কোটি-রও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। কর্মী-আধিকারিকদের সংখ্যা সাড়ে ৭৩ হাজারের বেশি। এদিন চলতি অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করতে গিয়ে ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত ১১% বেড়ে ₹১.৫৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং মোট ঋণের পরিমাণ হয়েছে ১.৪০ লক্ষ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট-এর (CASA) অনুপাত ২৮%। মূলধন পর্যাপ্ততার হার (CAR) এখন ১৮.৬%, যা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মানের চেয়ে অনেক বেশি।

তাঁর কথায়, ‘দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল আমাদের ব্যাঙ্কের পরিবর্তনের সময়কে তুলে ধরছে। আমরা এখন আরও ভারসাম্য ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে চাই। প্রযুক্তির ব্যবহার, কাজের পদ্ধতি উন্নত করা এবং কর্মীদের দক্ষতা বাড়িয়ে আমরা দীর্ঘমেয়াদে স্থায়ী উন্নতি করতে চাই। ‘বন্ধন ব্যাংক ২.০’-এর পরবর্তী ধাপে আমরা আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব। ব্যবসায় বৈচিত্র্য আনতে ও খুচরা ঋণ খাত বাড়াতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত সেবা দেওয়া, কাজের দক্ষতা বাড়ানো এবং গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার উপর জোর দিচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

50MP সেলফি ক্যামেরা সহ নতুন ফোন আনছে Motorola

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ