এই মুহূর্তে




কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুম শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই প্রথমেই মাথায় আসে সোনার গহনা। সোনার গহনায় মুড়ে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর শখ কমবেশি সবারই থাকে। কিন্তু বর্তমানে সোনার দাম যে হারে চড়া হচ্ছে, তাতে রীতিমতো ঘুম উড়েছে মধ্যবিত্তদের। তবে সোনার বিকল্পও কিছু নেই। কিন্তু বর্তমানে সোনায় হাত দিলে রীতিমতো ছ্যাকা লাগছে। চলতি বছরের শুরু থেকেই সোনার দাম তরতর করে বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। সপ্তাহান্তে একটু সস্তা হলেও উৎসবের মরসুমে একেবারে হু হু করে বেড়েছে সোনার দাম। তবে, পাঁচ দিনের দীপাবলি উৎসবের সময় সোনার দাম কিছুটা কমেছিল এবং তারপর থেকে সোনার দাম হ্রাস পাচ্ছে। ইতিমধ্যেই ১০ গ্রাম সোনার দাম লাখের গণ্ডি পার করেছে। ধনতরাসের সময় সোনার দাম পৌঁছেছিল ১ লাখ ৩০ হাজারের দোরগোড়ায়। তবে এখন একটু কমেছে। আজ, গতকালে তুলনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর), সোনার দাম কিছুটা কমেছে, যা নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। সোনাকে একটি আদর্শ মুদ্রাস্ফীতি হেজ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ২৪ ক্যারেট সোনা হল সবচেয়ে ব্যয়বহুল সোনা, এবং এটি সাধারণত বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বিপরীতে, ২২ ক্যারেট সোনা এবং ১৮ ক্যারেট সোনা মূলত গয়না তৈরিতে ব্যবহৃত হয়। আজ, ৩০ অক্টোবর (INR) ভারতে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি গ্রামে ১২,০৪৯ টাকা, ১৯১ টাকা কমেছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,০৪৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৭৫ টাকা কমেছে, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হয়েছে ৯,০৩৭ টাকা, ১৪৩ টাকা কমেছে।

২৪ ক্যারেট: ১ গ্রামের দাম ১২,০৪৯, গতকাল ছিল ১২,২৪০
৮ গ্রামের দাম ৯৬,৩৯২, গতকাল ছিল ৯৭,৯২০।
১০ গ্রামের দাম ১,২০,৪৯০, গতকাল ছিল ১,২২,৪০০।
১০০ গ্রামের দাম১২,০৪,৯০০, গতকাল ছিল ১২,২৪,০০০।

২২ ক্যারেট: ১ গ্রামের দাম ১১,০৪৫, গতকাল ছিল ১১,২২০ টাকা।
৮ গ্রামের দাম ৮৮,৩৬০, গতকাল ছিল ৮৯,৭৬০ টাকা।
১০ গ্রামের দাম ১,১০,৪৫০, গতকাল ছিল ১,১২,২০০ টাকা।
১০০ গ্রামের দাম ১১,০৪,৫০০ টাকা, গতকাল ছিল ১১,২২,০০০ টাকা।

১৮ ক্যারেট: ১ গ্রামের দাম ৯,০৩৭ টাকা, গতকাল ছিল ৯,১৮০ টাকা।
৮ গ্রামের দাম ৭২,২৯৬, গতকাল ছিল ৭৩,৪৪০ টাকা।
১০ গ্রামের দাম ৯০,৩৭০, গতকাল ছিল ৯১,৮০০ টাকা।
১০০ গ্রামের দাম ৯,০৩,৭০০ ৯, গতকাল ছিল ১৮,০০০ টাকা।

চলুন এক ঝটকায় দেখে নেওয়া যাক, দেশের বড় বড় শহরগুলিতে কত দাম হল সোনার… (প্রতি গ্রাম)

চেন্নাই: ২৪ ক্যারেট ১২,১০৯, ২২ ক্যারেট ১১,১০০, ১৮ ক্যারেট ৯,২৬০

মুম্বই: ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

দিল্লি: ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

কলকাতা: ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

বেঙ্গালুরুঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

হায়দরাবাদঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

কেরলঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

পুণেঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪্‌ ১৮ ক্যারেট ৯,০৩৭

আমেদাবাদঃ ২৪ ক্যারেট ১২,০৫৪, ২২ ক্যারেট ১১,০৫০, ১৮ ক্যারেট ৯,০৪২

জয়পুরঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

লখনউঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

পটনাঃ ২৪ ক্যারেট ১২,০৫৪, ২২ ক্যারেট ১১,০৫০, ১৮ ক্যারেট ৯,০৪২

নাগপুরঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

চণ্ডীগড়ঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

সুরাতঃ ২৪ ক্যারেট ১২,০৫৪, ২২ ক্যারেট ১১,০৫০, ১৮ ক্যারেট ৯,০৪২

ভুবনেশ্বরঃ ২৪ ক্যারেট ১২,০৪৯, ২২ ক্যারেট ১১,০৪৫, ১৮ ক্যারেট ৯,০৩৭

গুরগাঁওঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

গাজিয়াবাদঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

নয়ডাঃ ২৪ ক্যারেট ১২,০৬৪, ২২ ক্যারেট ১১,০৬০, ১৮ ক্যারেট ৯,০৫২

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ