এই মুহূর্তে




ব্যাটারি ও ইঞ্জিন লাগানো জুতো আনছে নাইকে, এখন ই-স্কুটার হবে দুই পা

নিজস্ব প্রতিনিধি : গাড়ি কেনার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু পকেটের জোর না থাকায় অনেকের পক্ষেই তা সম্ভব হয়না। এবার তাঁদের জন্য সুখবর। নাইকের নতুন জুতোতেই এবার গাড়ি চড়ার সুযোগ পাবেন আমজনতা। গাড়ির গতিতে চলবে নাইকের এই জুতো। গাড়ির গতিতে দৌড়তে চাইলে এই জুতো কিনে নিতে পারেন। কিন্তু কবে থেকে পাবেন বাজারে এটি? কীভাবে এটি কাজ করবে?

এতদিন গাড়ি, বাইকে ব্যাটারি ও মোটর থাকার কথা শোনা গিয়েছে। জুতোতে ব্যাটারি বা মোটর থাকার ঘটনা প্রথম। শুনতে অবাক লাগলেও, এবার তেমন ঘটনাই ঘটতে চলেছে। নতুন এই জুতো তৈরি করেছে নাইক। তাঁদের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অ্যামপ্লিফাই। সূত্রের খবর, বিশঅবের প্রথম চালিত ফুটওয়্যার সিস্টেম আনতে চলেছে নাইক। এই জুতোর মধ্যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই জুতোগুলো দ্রুত গতিতে হাঁটতে সাহায্য করবে। পাশাপাশি দৌড়তেও সাহায্য করবে এই জুতো।

নাইকের এই জুতোগুলোকে বৈদ্যুতিক সাইকেল বা স্কুটারে রূপান্তরিত হবে। যার ফলে প্রতি ঘন্টায় ১৫ কিলোমিটার গতিতে দৌড়াতে পারবেন ব্যবহারকারী। এরফলে দ্রুত হাঁটতে সাহায্য করবে। এই জুতো বানানোর ওপরে কাজ করছে নাইক। কোম্পানিটি বর্তমানে ৪০০জন ক্রীড়াবিদকে নিয়ে এই জুতা তৈরির কাজ করছে নাইক এবং জুতো তৈরির কিছু পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি আছে।

জানা গিয়েছে, এই জুতোর সঙ্গে একটি বিশেষ সেটআপ পাওয়া যাবে। সেটি ব্রেসলেট হিসেবে পাওয়া যাবে। সেটি হাঁটুর নিচে পড়তে হবে। সেই ব্রেসলেটের মধ্যে একটি মোটর, রিচার্জেবল ব্যাটারি, ড্রাইভবেল্ট থাকবে। এতকিছু থাকার পরেও সেটি অত্যন্ত হালকা হবে। এই মোটর ও ব্যাটারি ব্যবহারকারীকে দ্রুত হাঁটতে ও দৌড়তে সাহায্য করবে। এটি পড়লে পায়ে খুব বেশি প্রেশার পড়বে না। সংস্থাটি জানিয়েছে, এই জুতো একপ্রকাশ মাংশপেশীতে কাজ করবে। কিছু পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে এটিকে বাজারে নিয়ে আসে হবে। তখনই এই জুতোর দাম কেমন হবে, সেটাও জানানো হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ