এই মুহূর্তে




কয়লা পাচার-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল আধিকারিক

নিজস্ব প্রতিনিধ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে আগেই ইসিএল’এর প্রাক্তন ও বর্তমান কর্তা এবং কর্মী-সহ ৭ জনকে গ্রেফতার করেছিল। শুক্রবার এই মামলায় আরও একজন ইসিএল’এর আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ইসিএল’এর প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ওই প্রাক্তন কোল আধিকারিকের বিরুদ্ধে কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্রের খবর ধৃতের নাম সুভাষ মুখোপাধ্যায়। ইসিএল’এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ। কয়লা পাচার-কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন ইসিএল’এর ওই প্রাক্তন জেনারেল ম্যানেজারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবের প্রেক্ষিতে এদিন সিবিআই অফিস নিজাম প্যালেসে তিনি হাজিরা দেন। তাঁকে বেশকিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কয়লা পাচার-কাণ্ডে সুভাষ মুখোপাধ্যায় যুক্ত রয়েছেন সেই সন্দেহে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। কয়লা পাচার-কাণ্ডে এই পর্যন্ত ইসিএল’এর মোট ৮ জনকে গ্রেফতার করল সিবিআই।

নিজাম প্যালেসে সিবিআই’এর দুর্নীতি দমন শাখায় শুক্রবার সুভাষ মুখোপাধ্যায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কয়লা পাচার-কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই সূত্রে দাবি, বেআইনি কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি-সহ একাধিক অভিযুক্তর অ্যাকাউন্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। অভিযোগ, নথিপত্র খতিয়ে দেখে জানা গিয়েছে,  সিবিআই’এর হাতে গ্রেফতার হওয়া ৭ ইসিএল কর্তা এক বছরে ৭ থেকে ৮ কোটি টাকা নিয়েছেন কয়লা মাফিয়ার থেকে। কয়লা মাফিয়ার কাছ থেকে টাকা নেওয়ার পর সেই টাকা কোন অ্যাকাউণ্টে গিয়েছে, সেই টাকায় কোনও বেনামি সম্পত্তি কেনা হয়েছে কি না তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই কাণ্ডে আগেই সিবিআই গ্রেফতার করেছে ইসিএলের ৪ প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭ জনকে। এরপর শুক্রবার তদন্তকারীরা গ্রেফতার করল সুভাষ মুখোপাধ্যায় নামে আরও এক প্রাক্তন ইসিএল জেনারেল ম্যানেজারকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু মিছিল , ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী গৃহবধূ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ