এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলতি মাস থেকেই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সুখবর। বেতন(Salary) বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees)। আর সেটাও চলতি জুলাই মাস থেকেই। চলতি বছরের এপ্রিলে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বা DA বাড়ানো হয়েছিল। এবার জানা গিয়েছে, সেই একই হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। অর্থাৎ ৩ শতাংশ হারে Increment পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে পেনশন প্রাপকেরা কিন্তু এই বাৎসরিক বেতন বৃদ্ধির কোনও সুবিধা পাবেন না। কেবলমাত্র বর্তমান কর্মচারীদেরই মাসিক বেতন ৩ শতাংশ হারে বাড়তে চলেছে। এক্ষেত্রে লাভবান হবেন শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতসহ বিভিন্ন স্বশাসিত সংস্থাও। এছাড়া, রাজ্য সরকারের যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, তাঁদের বেতনও ৩ শতাংশ হারেই বাড়তে চলেছে।  

আরও পড়ুন ভোটের লাইনে মৃত্যু ভোটারের, ভিলেন তীব্র গরম

প্রসঙ্গত, এ বছরের বাজেটে রাজ্য সরকারের কর্মীদের বেতনের বরাদ্দ গত বছরের তুলনায় ২৫০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। মহার্ঘ্য ভাতার বৃদ্ধির পাশাপাশি, বাৎসরিক বেতন বৃদ্ধির মতো খরচও সেই বরাদ্দ থেকেই মেটানো হবে। উল্লেখ্য, বিষয় হল ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় ২০১৯ সালের রোপা(ROPA) বিজ্ঞপ্তি অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়ে বলা রয়েছে। কিন্তু সেখানে কোনও মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়ের উল্লেখ নেই। তাই এক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতা বাৎসরিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে থাকলেও মহার্ঘ ভাতার ক্ষেত্রে নেই। যদিও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের রোপা বিজ্ঞপ্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা প্রদানের বিষয়েও বলা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজেও বলেছেন, ‘ডিএ কেন্দ্রের জন্য বাধ্যতামূলক হলেও রাজ্যের জন্য নয়।’

আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্ত চলবে, জানাল সুপ্রিম কোর্ট

বর্তমানে সর্বোচ্চ আদালতে মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে তা আসলে এই পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ডিএ নিয়েই। এই মামলার পরবর্তী তারিখ রয়েছে ১৪ জুলাই। বিশেষ বিষয় হল, একদিকে কেন্দ্রের সরকারি কর্মচারীরা যেখানে ডিএ বা মহার্ঘ ভাতা পান ৪২ শতাংশ হারে, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পান মাত্র ৬ শতাংশ হারে। তবুও এই হার চলতি বছরের মার্চের পর থেকে। তার আগে এই ডিএ-র পরিমাণ ছিল মাত্র ৩ শতাংশ। এ রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। তার পাশাপাশি আন্দোলনকারীরা লাগাতার মিছিল, আন্দোলন, অনশনও করে গিয়েছেন বা এখনও তা চালাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও অনড় রয়েছে রাজ্য সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

পঞ্চম দফার নির্বাচনে ৭টি লোকসভা কেন্দ্রে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে : অরিন্দম নিয়োগী

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর