এই মুহূর্তে




কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

নিজস্ব প্রতিনিধি:  কানাডার অক্সফোর্ডে গুলি করে হত্যা করা হয়েছে খান্নার রাজগড় গ্রামের বাসিন্দা ভারতীয় ব্যবসায়ী দর্শন সিং সাহাসিকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। দর্শন সিংয়ের মৃত্যুর খবরে রাজগড়ে নেমেছে শোকের ছায়া। দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোয় গ্যাং জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী দর্শন সিং সাহসী ‘চিত্তা’ (মাদক) এর বিশাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাবী দর্শন সিং সাহাসির কাছ থেকে তাঁরা টাকা দাবী করেছিল। কিন্তু ওই ভারতীয় ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন। পাশাপাশি গ্যাংয়ের সদস্যদের নম্বরও ব্লক করে দেন। যদিও মাদক ব্যবসার কথা অস্বীকার করেছেন দর্শন সিং সাহাসির পরিবার। তাদের দাবি, দর্শন সিং কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন। তারপর গড়ে তুলেছিলেন নিজের সংস্থা ।

দর্শন সিং সাহাসির জন্মস্থান রাজগড়ে। তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই সেখানে নেমে এসেছে শোকের ছায়া। ব্যবসায়ীর ম্যানেজার নীতিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন অত্যন্ত ভাল মানুষ ছিলেন দর্শন সিং। তাঁর কাছ থেকে কখনও কেউ খালি হাতে ফেরেনি।

দর্শন সিং সাহাসি কঠোর পরিশ্রম করে কোটি কোটি টাকা উপার্জন করে একটি কোম্পানি গড়ে তুলেছিলেন। তিনি রাজগড়ে তাঁর ক্যানেম কোম্পানির জন্য একটি অফিস খুলেছিলেন। সেখানে ম্যানেজমেন্টের কাজ হত। এমন মানুষের আচমকা মৃত্যুতে শোকাহত পরিবার থেকে শুরু করে এলাকাবাসী। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিলন সোশ্যাল মিডিয়ায় ব্যবসায়ী দর্শন সিং সাহাসির হত্যার দায় স্বীকার করে পোস্ট করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ