এই মুহূর্তে




Breaking: আচমকাই বন্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ! চরম বিপাকে উপভোক্তারা

নিজস্ব প্রতিনিধি:  আচমকাই স্তব্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিপাকে অনলাইনের শতশত গ্রাহক। ঘটনাটি ঘটেছে বিশ্বের নানা প্রান্তে। প্রথমে ফেসবুক ডাউন হয়, তারপরেই একে একে বাকি মাইক্রো ব্লগিং সাইট গুলি বন্ধ হতে শুরু করে। মূলত আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে। সোমবার রাতে থেকে আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। পরিষেবা বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, প্রায় গোটা বিশ্বের অধিকাংশ গ্রাহক রাত ৯টার পর থেকে এই সাইটগুলি আর ব্যবহার করতে পারছেন না। প্রায় আধঘণ্টার উপর বন্ধ রয়েছে পরিষেবা। 

ফেসবুকের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই বার্তা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটল? উত্তর দেয়নি দুই সংস্থা। অনেকে এই ঘটনার জন্য আকামাইকে দায়ী করছে। যেটি গোটা বিশ্বের কনটেন্ট কোড পরীক্ষা করে। শুধুমাত্র ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম নয়, বিশ্বের একাধিক সাইটের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বড়বড় সার্চ ইঞ্জিন কিংবা মাইক্রো সাইট কিংবা সোশ্যাল প্ল্যাটফর্ম আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।সমস্যায় পড়েছে অ্যামাজন ওয়েবের সমস্ত প্ল্যাটফর্ম। এখনও পর্যন্ত রিকোভারি করা যায়নি সার্ভিস। শুধুমাত্র ফেসবুক নয়, একাধিক আমেরিকান কোম্পানির সার্ভার শ্লো হয়ে গিয়েছে। ডাউন হয়ে গিয়েছে নেটওয়ার্ক। কাজ বন্ধ রয়েছে।

সমস্যা খুবই গভীর বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ ডিএনএস সার্ভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ও আইপি ঠিকানা। তাই আজ কিংবা কাল সকালের মধ্যে সেই সমস্যার সমাধান নাও হতে পারে। যদিও কারোর তরফে এই বিরাট বিভ্রাটের প্রকৃত কারণ কিছুই জানা যায়নি।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ