এই মুহূর্তে




‘দ্বিতীয় গণঅভ্যুত্থান ঘটানো হবে’, ইউনূস-তারেকের বৈঠকের পরে হুঙ্কার এনসিপির




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের ‘ষড়যন্ত্র বৈঠক’ নিয়ে বেজায় চটেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় কোনও রাখঢাক না রেখেই দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি হুঙ্কার ছেড়েছেন, ‘লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের শীর্ষ নেতার বৈঠক দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহিদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে বৈঠকের আয়োজন কখনই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে ফের গণঅভ্যুত্থানের পথে যাবো।’

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে অপসারণের বিষয়ে সম্মতি আদায় করতে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য তড়িঘড়ি লন্ডন উড়ে গিয়েছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিন সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে দু’পক্ষের মধ্যে দীর্ঘ দেড় ঘন্টা ধরে বৈঠক চলে। ওই বৈঠকে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে হটাতে তদারকি সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিনিময়ে এপ্রিলের পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা জানান ইউনূস।

লন্ডনে তারেক-ইউনূসের বৈঠক যে জাতীয় নাগরিক পার্টি ভাল চোখে দেখছে না তা প্রমাণ হয়ে যায় সন্ধ্যাতেই। জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে কার্যত ক্ষোভ উগরে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সাংবাদিক সম্মেলনে তদারকি সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন ‘তদারকি সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সঙ্কট তৈরি করছে। জনগণ অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনও সরকারই বৈধ হতে পারে না। বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনও নির্বাচনে অংশগ্রহণও করবে না।’

তারেকের সঙ্গে বৈঠকের পরে যেভাবে প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের তরফে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তাব করা হয়েছে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ‘সরকার একটি দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন রমজানের আগে হবে। কিন্তু নির্বাচন কখন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। এ ধরনের সিদ্ধান্ত সরকার একটি দলের সঙ্গে বসে নিতে পারে না।’

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ