এই মুহূর্তে




পূজা মণ্ডপে হামলা: শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হাসিনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পুজো মণ্ডপে নির্বিবাদে হামলা, মন্দির ভাঙচুরের ঘটনায় ‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছে হাসিনা সরকার। এমনকী তারা বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না, যার মূল লক্ষ্য আন্তর্জাতিকমহলে সে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করা।  

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের রবিবার সাংবাদিক সম্মেলনের মূল কথা এটাই। সব থেকে উল্লেখ করার মতো বিষয় হল, সংবাদমাধ্যমের কাছে দু হাত জোড় করে হাসিনা সরকার এখন সেই দুষ্ট চক্রের ব্য়াপারে তথ্য চাইছে।   

রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা সুনিশ্চিত এটা উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করার একটা চক্রান্ত শুরু হয়েছে। দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়।” স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন,  ‘আমরা অনেক কিছু দেখেছি। অনেক কিছু অনুমান করছি। সরকার প্রমাণের অপেক্ষায় রয়েছে। আমরা প্রমাণ পেলেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরব।’

এই ঘটনায় বিদেশি শক্তির হাত আছে কি না, জানতে চাওয়া হলে জবাবে  তিনি বলেন, “আমাদের দেশের লোকেরই তো অভাব নেই। তবে দেশের বাইরে কেউ কলকাঠি নাড়ছে কিনা সেগুলোও আমাদের তদন্তে করে দেখতে হবে। তদন্তেই সব প্রমাণিত হবে।” উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাতর অনুরোধ, “আপনাদের কাছে  কোন তথ্য থাকলে আমাদের জানাবেন”।

উল্লেখ করা যেতে পারে, পুজো মণ্ডপে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার ফেনি শহরে জেলা উদযাপন পরিষদ এক মানবন্ধনের আয়োজন করে। সেই শান্তিপূর্ণ সমাবেশে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হামলা চালালে এলাকা তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাঙ্ঘাতিক কাণ্ড, বাংলাদেশে ১২৮ ভুয়ো জুলাই যোদ্ধার স্বীকৃতি বাতিল

মহিলাদের লড়াই নিয়ে তৈরি ‘কাঠগোলাপ’ ছবি নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

চেহারায় অদ্ভুত মিল, মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ, অধরা অভিযুক্ত

লরির ধাক্কায় লাইনচ্যূত ট্রেন, চাপা পড়ে নিহত ১

ভারত বিরোধিতার পুরস্কার, বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার অনুমতি দিল পাকিস্তান

পাকিস্তানের কাছে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাইল ইউনূস সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ