এই মুহূর্তে




‘৩৭০ ধারা বাবাসাহেবের আদর্শের বিরুদ্ধে ছিল’, বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতি গাভাইয়ের




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের দ্বিতীয় জমানায় প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা। ওই ধারা প্রত্যাহারের ফলে বিশেষ রাজ্যের মর্যাদা খুঁইয়েছিল জম্মু-কাশ্মীর। মোদি সরকারের সিদ্ধান্ত গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছিল। এবার সংবিধানের ৩৭০ ধারা নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। কার্যত গেরুয়া শিবিরের সুরেই সুর মিলিয়ে বললেন, ‘বাবা সাহেব আম্বেদকর ঐক্যবদ্ধ ভারতের জন্য একটি সংবিধান চালুর পক্ষে ছিলেন। ৩৭০ ধারা ছিল বাবাসাহেবের মতধারার বিরুদ্ধে।’ প্রধান বিচারপতির এহেন মন্তব্যকে বিজেপি-সহ গেরুয়া শিবির নতুন করে রাজনৈতিক হাতিয়ার হিসবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শনিবার (২৮ জুন) নাগপুরে সংবিধান প্রস্তাবনা পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ৩৭০ ধারার সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, ‘বাবাসাহেব আম্বেদকর দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি সংবিধানের স্বপ্ন দেখেছিলেন এবং কখনও একটি রাজ্যের জন্য পৃথক সংবিধানের ধারণার পক্ষে ছিলেন না’। ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছিল মোদি সরকার। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা। ওই মামলার শুনানির জন্য ত‍ৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্ব যে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রধান বিচারপতি গাভাই। ওই সাংবিধানিক বেঞ্চ দীর্ঘ শুনানির পর সর্বসম্মতিক্রমে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে বহাল রেখেছিল।

এদিন সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়্বের হওয়া মামলার শুনানির প্রসঙ্গ উত্থাপন করে প্রধান বিচারপতি বলেন, ‘যখন ৩৭০ ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তখন এটি আমাদের সামনে এসেছিল এবং শুনানি চলাকালীন আমি বাবাসাহেবের কথা স্মরণ করেছিলাম যে একটি দেশের জন্য একটি সংবিধান উপযুক্ত… আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই, তাহলে আমাদের শুধু একটি সংবিধানের প্রয়োজন।’ সংবিধানের জন্য আম্বেদকরকেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘অনেকেই বলেছিলেন, আমাদের সংবিধানে অত্যধিক যুক্তরাষ্ট্রীয়তার বিধান রয়েছে এবং যুদ্ধের সময় দেশ ঐক্যবদ্ধ নাও থাকতে পারে। কিন্তু সেই সমালোচনার জবাবে বাবাসাহেব উত্তর দিয়েছিলেন, ‘সংবিধান সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখবে।’ পাকিস্তান-বাংলাদেশ- শ্রীলঙ্কার মতো পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে বিচারপতি গাভাই বলেন, ‘আমাদের পড়শি দেশ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখুন। আমাদের দেশ যখনই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তখনই তারা ঐক্যবদ্ধ থেকেছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ