এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাকেত গোখেলের গ্রেফতারিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র গ্রেফতার হয়েছেন। সাকেত গোখেলকে (SAKET GOKHALE)  গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। ট্যুইট করে প্রতিবাদ জানিয়েছেন সবুজ শিবিরের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

গত সোমবার রাত ২টো নাগাদ সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। আহমেদাবাদ এয়ারপোর্টে নামার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গুজরাতের মোরবি ব্রিজ ভেঙে পড়া এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিদর্শন নিয়ে ট্যুইট করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। গুজরাট পুলিশ সাকেতের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনেছে।

মঙ্গলবার রাজস্থান থেকে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন প্রতিবাদ জানিয়ে। এদিন তিনি বলেন, সাকেত জয়পুর আসছিলেন। তিনি অসুস্থ। সম্প্রতি কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল ওঁর। অনেক কষ্টে প্রাণ বেঁচেছিল। প্রধানমন্ত্রীর (PM) নামে একটা ট্যুইটের জন্য তাঁকে গ্রেফতার করা ঠিক নয়। এই ঘটনার তীব্র বিরোধিতা করা হচ্ছে। এরপরেই তিনি বলেন, সাইবার ইস্যুতে তদন্ত হতে পারে কিন্তু ট্যুইটের জন্য এভাবে গ্রেফতার উচিৎ নয়। বলেন, ‘আমার বিরুদ্ধেও এমন কত ট্যুইট হয়’। 

সাকেত গ্রেফতারের বিরোধিতা করে ট্যুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, সাকেত নির্ভীক ভাবে কেন্দ্রের শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাই বিজেপি ভয় পেয়েছে। লেখেন, সঠিক প্রতিবাদ জানানোর জন্যই তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তিনি লেখেন, এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না। সেই সঙ্গে অভিষেকের কটাক্ষ, ‘ওরা নিজেদের লাভের জন্য জীবন নিয়ে ব্যবসা করে’। ডেরেক ও ব্রায়েন (DEREK O BRAEN) ট্যুইটারে লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই সাকেতকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিরোধীদের একজোট হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (BRATYA BASU) তীব্র বিরোধিতা করে বলেন, এই ঘটনা আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। এভাবে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লোকসভা ভোটে না লড়ার ঘোষণা গুলাম নবি আজাদের

লন্ডন-দুবাইয়ে বাড়ি, দামী গাড়ি, ১৪০০ কোটি টাকার মালকিন বিজেপি প্রার্থীকে চিনে নিন  

আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়েতে তেলের ট্যাঙ্কারে গাড়ির ধাক্কা, নিহত ১০

দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থীকে চিনে নিন…

‘এটা তো ট্রায়াল, এখনও ফাইনাল বাকি’, অসমে বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত মমতার

“জিতলে CAA-NRC হতে দেব না”, অসমের জনসভায় হুঙ্কার মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর