এই মুহূর্তে

‘বোমা মেরে উড়িয়ে দেব’, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে হুমকি ইমেল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাতসকালে দিল্লির ৬ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন মিলেছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতে এবার খাস রিজার্ভ ব্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ইমেলে ওই হুমকি দেওয়া হয়েছে। হুমকি মেলের বিষয়টি মুম্বই পুলিশকে জানানো হয়েছে। আর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের অপরাধ শাখা।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রুশ ভাষায় ওই হুমকি মেল লেখা হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পরেই রিজার্ভ ব্যাঙ-কের তরফে মাতা রামবার্গ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যে ইমেল অ্যাড্রেস থেকে ওই হুমকি মেল এসেছে তার মালিককে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ভবন তন্নতন্ন করে তল্লাশি করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নাম করে ফোন করা হয়। এক ব্যাক্তি নিজেকে লস্কর-ই-তৈয়বার সিইও দাবি করে ওই ফোন করেছিলেন। হুমকি ফোনের পরেই রিজার্ভ ব্যাঙ্কে জোরদার তল্লাশি চালানো হয়েছিল। যদিও তল্লাশিতে কিছু মেলেনি। তবে ওই হুমকি ফোনের পরেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছিল।

গত তিন মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় শতাধিক বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। পাশাপাশি দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি স্কুল, কলেজেও হুমকিবার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে গুজরাত এবং অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল।দেশের তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এই হুমকি ফোনের ঘটনা নিয়ে তদন্ত করছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Mahakumbh: ইউটিউবারের প্রশ্ন শুনেই ঝাড়ু হাতে তেড়ে এলেন কুম্ভমেলার সাধু

‘যাত্রীরা মনে করেন টিকিটের সঙ্গে এয়ার হোস্টেসরা ফ্রি’, করুণ অভিজ্ঞতা শোনালেন বিমানবালা

শিগগিরই বাজারে আসছে এই দুর্দান্ত গাড়ি, দেখলেই কপালে উঠবে চোখ 

দুর্দান্ত সুখবর, Samsung-র  Galaxy মোবাইল-ট্যাবলেট আর কিনতে হবে না, ভাড়াতেই মিলবে

‘চার সন্তানের জন্ম দিলেই মিলবে লক্ষ টাকা’, মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধানের ঘোষণায় বিতর্ক

7000 টাকার কম দামেই মিলছে নতুন Moto ফোন, জানুন ফিচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর