এই মুহূর্তে




হানিমুন হত্যাকাণ্ডের ঘটনা পুননির্মানের জন্য শিলং নিয়ে যাওয়া হচ্ছে সোনমকে




নিজস্ব প্রতিনিধি: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে নয়া মোড়, হানিমুন হত্যাকাণ্ডের ঘটনা পুননির্মানের জন্য শিলং নিয়ে যাওয়া হচ্ছে সোনমকে। ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় নিখোঁজ হয়ে যান ইন্দোরের এক নববিবাহিত দম্পতি। এরপর ২ জুন মেঘালয়ের ওয়েইসাডং জলপ্রপাতের কাছে একটি খাদে পাওয়া যায় নববিবাহিত রাজা রঘুবংশীর দেহ। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। তবে রাজার দেহ খুঁজে পাওয়া গেলেও তাঁর স্ত্রী সোনম রাজবংশীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাজার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মেঘালয় থানার পুলিশ। যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশের গাজি থানার সঙ্গে। যেখানকার বাসিন্দা ছিলেন এই নব বিবাহিত দম্পতি। অবশেষে অনেক খোঁজার পর রাজার স্ত্রী সোনমকে আজ একটি ধাবা থেকে জ্বর অবস্থায় পাওয়া যায়। এবং তিনি নিজেই চাপে পড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সঙ্গে তাঁর আরও তিন খুনিকে ধরা হয়। যার মধ্যে সোনমের প্রেমিকও রয়েছেন। তবে রাজাকে খুনের কথা এখনও স্বীকার করেন নি সোনম। কিন্তু পুলিশের ধারণা, প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে যোগসাজশে স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছেন সোনম। তবে এই বিষয়টি মানতে পারছেন না রাজার পরিবারের লোক। তাঁরা জানতেন সোনমের সঙ্গে রাজার খুব ভালই সম্পর্ক ছিল।

কিন্তু রাজার ভাই জানিয়েছেন, তাঁর দাদা এবং বৌদির হানিমুনে প্রথম অসমে যাওয়ার কথা ছিল। এরপর তাঁরা পথ পরিবর্তন করে মেঘালয়ে যান। কিন্তু সোনম কোনও ফিরতি টিকিট কাটেননি। তাতেই সন্দেহ হয়েছিল রাজার ভাইয়ের। তবে যদি সোনম সত্যই খুন করে থাকেন, তাহলে তাঁর ফাঁসির দাবি করেছেন রাজার বাড়ির লোকজন। তবে পুলিশ তদন্ত জারি রেখেছে, কীভাবে রাজাকে খুন করার পরিকল্পনা করেছিলেন সোনম, এবং কেন তিনি স্বামীকে খুন করলেন সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। বর্তমানে মেঘালয় পুলিশ রাজা রঘুবংশী হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীকে হেফাজতে নিয়েছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যার মধ্যে সমস্ত কাগজপত্র সম্পন্ন করে ফেলবেন তাঁরা। এর পরে, শিলং পুলিশ ম্যাজিস্ট্রেটের বাসভবনে পৌঁছে ৪৮ ঘন্টার ট্রানজিট রিমান্ডের আবেদন করবেন। তথ্য অনুযায়ী, রিমান্ডের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই শিলং থেকে পুলিশের দল সোনমকে তাঁদের হেফাজতে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবে।

সোমবার গভীর রাতে এই কার্যক্রম সম্পন্ন হবে। শিলং পুলিশ এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রস্তুতি নিচ্ছে। এদিকে মেঘালয় পুলিশ ইন্দোরের রাজা রঘুবংশী হত্যা মামলা সম্পর্কে একটি বড় তথ্য পেয়েছে। পুলিশের মতে, সোনম রঘুবংশী তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে তার স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। সোনম এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চারজন ঠিকাদার খুনিকে ভাড়া করেছিলেন। তাদের মধ্যে তিনজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে, আর চতুর্থ অভিযুক্তকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে, সোনম উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই, তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য শিলং থেকে মেঘালয় পুলিশের দলের কাছে হস্তান্তর করা হবে। সোনম রঘুবংশী গতকাল রাতে উত্তর প্রদেশের গাজীপুরে আত্মসমর্পণ করেছেন। তবে জিজ্ঞাসাবাদের সময়, এই অভিযুক্তরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

পুলিশের মতে, সোনমের কথিত প্রেমিক রাজ কুশওয়াহা কখনও শিলং যাননি। তিনি ফোনের মাধ্যমে পুরো খুনের পরিকল্পনা করেছিলেন এবং দূর থেকে সমস্ত নির্দেশনা দিতে থাকেন। সোনম তার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন। এরপর সবাই চেরাপুঞ্জিতে পৌঁছয়, যেখানে সোনম তার স্বামী রাজা রঘুবংশীকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে উপস্থিত তিনজন বন্দুকধারী রাজাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ এখন এই ষড়যন্ত্রের পুরো চক্রটি একে একে বুঝতে পারছে এবং শীঘ্রই চার্জশিট দাখিল করা হতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া

নিট পরীক্ষার প্রস্তুতির মক টেস্টে কম নম্বর, বাবার মারে প্রাণ গেল ১৭ বছরের কিশোরীর

বন্দে ভারতে বিজেপি বিধায়কের দাদাগিরি! আসন না ছাড়ায় সহ-যাত্রীকে মারধর

বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে ছোট্ট সন্তানের মৃত্যু, খবর পেয়ে বাড়ি ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি বাবার-ও

৪.৭২ লক্ষ টাকায় কোকেন ক্রয়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খানকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ