এই মুহূর্তে




পুজোয় উজাড় করে দেবেন শায়িত বুদ্ধ, কাঞ্চনজঙ্গার সৌন্দর্য্যে মোহিত প্রকৃতিপ্রেমীরা

নিজস্ব প্রতিনিধি:  পুজো আসছে। আকাশে বাতাসে এখন শুধুই মহামায়ার আগমনের বার্তা। পেঁজা তুলোর মতো মেঘ, শিউলি ফুলের গন্ধ আর ক্যালেন্ডারে জ্বলজ্বল করা আসন্ন মহালয়ার দিনটির আশায়, এখন বসে রয়েছেন প্রতিটি বাঙালি। অনেক মানুষই আছেন যারা পুজোর সময় কলকাতার বাইরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। ইট, কাঠ, পাথরের জঙ্গলে কারই বা সারা বছর থাকতে ভাল লাগে! তাই অনেকের কাছেই পুজোর ছুটি মানেই ঘুরতে যাওয়ার আনন্দ। এই বছর তো আবার সোনায় সোহাগা। শিলিগুড়ি থেকেই নাকি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাও আবার একেবারে স্পষ্ট। তাই যারা এই বছর পুজোতে উত্তরবঙ্গ যেতে চাইছেন, তাদের ভাগ্য এবার সোনা দিয়ে বাঁধানো যেন।

পুজোর ছুটি থেকেই কার্যত বাঙালির বেড়াতে যাওয়ার মরসুমের সূচনা হয়। তাই তাঁরা যে পর্যটন স্থান, হোটেল, গেস্ট হাউজ, রেস্তোরাঁগুলিকে ঢেলে সাজিয়ে তোলা হয় অতিথি আপ্যায়নের জন্য। আবার কখনও কখনও এই দায়িত্বটা নিয়ে নেয় প্রকৃতি। স্বয়ং সে নিজেই সাজিয়ে নেয় নিজেকে। আসন্ন পুজোয় যারা ডুয়ার্সে যাচ্ছেন তারা এবছর সাক্ষী হতে পারবেন এক অনন্য দৃশ্যের।

চলতি বছর স্লিপিং বুদ্ধ রয়েছেন দারুন মুডে। শিলিগুড়ি তো বটেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকা, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বিহারের কিশানগঞ্জ থেকেও নাকি দেখা যাচ্ছে  কাঞ্চনজঙ্ঘাকে। প্রচন্ড বৃষ্টি হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। তার ফলে কমে গিয়েছে বাতাসে উপস্থিত ধূলিকণা। তার ফলে আকাশ এখন একদম পরিষ্কার। আর সেই আকাশে দেখা নেই কাঞ্চনজঙ্ঘার।

শুধু তাই নয় কাঞ্চনজঙ্কে দার্জিলিং থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে। দার্জিলিং এই কাঞ্চন আমাকে দেখতেই বাংলাদেশ থেকে বহু পর্যটক এর করে এবার যারা পঞ্চগড় জেলার পাশে তাদের আর ভারতে আসার প্রয়োজন নেই তারা সেখানে বসেই বুদ্ধের অপরূপ সৌন্দর্যক। ভোরের নরম আলোয় বিকেলের পড়ন্ত আলো এই মোহময় হয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে ধরা দিচ্ছেন স্লিপিং বৌদ্ধ। দীর্ঘদিন পর এই ধরনের দৃশ্য দেখা যাচ্ছে ফলে বাংলাদেশের মানুষদের আনন্দ আর ধরছে না

যারা পুজোর সময় উত্তরবঙ্গে যাচ্ছেন তাদের এখন মনে প্রচন্ড আনন্দ। অনেকেই এই আশা নিয়ে যাচ্ছেন যে তাঁরা কাঞ্চনজঙ্ঘনাকে দেখতে পাবেন। হতাশ হবেন না। আপনাদের সামনে ধরা দেবে তুষারাবৃত শৃঙ্গ। উত্তরবঙ্গ এমনিতেই সুন্দর। আর বর্ষার পর পর তার সবুজ মোহময়ী রূপ সব সময়তেই মানুষকে আকর্ষণ করে। তার মধ্যে যদি তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে তো ষোল কলা পূর্ণ। তাই উত্তরবঙ্গে পুজোর সময় চলতি বছর ভিড় বাড়বে বলেই মনে করছেন সেখানকার সরকারি আধিকারিকরা।

চলতি বছর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে। জোরকদমে প্রচার চালাচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম। গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের উত্তরবঙ্গ হিসেবে পরিচিত পঞ্চগড় থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। ফলে ‌‌ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা, আটোয়ারী সহ বিভিন্ন এলাকায় শুধু ঝাঁকে ঝাঁকে মাথা আর মোবাইল। সকলেই তুষার শুভ্র কাঞ্চনশৃঙ্গকে ৬ ইঞ্চি স্ক্রিনে বেঁধে ফেলতে চান সবাই। আর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য্যে মোহিত হবে না এইরকম মানুষ তো নেই। বাংলাদেশের মতোই একই অবস্থা দার্জিলিং থেকে ১৩০ কিলোমিটার দূরের ইসলামপুর বা ১৬০ কিলোমিটার দূরের কিশানগঞ্জেরও। তাই এবার পুজোয় কাঞ্চন দর্শন করতে হলে আজই কেটে ফেলুন ট্রেনের টিকিট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ