28ºc, Haze
Friday, 1st July, 2022 9:26 pm
আন্তর্জাতিক ডেস্ক: এতদিন গৃহবন্দি ছিলেন সু কি (Aung San Suu Kyi) । বৃহস্পতিবার মায়ানমার সেনা ( junta) তাঁকে সোজা জেলে ঢুকিয়ে দিল। সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সু কিকে (Aung San Suu Kyi) নে-পি-দ্যয়ের একটি জেলে রাখা হয়েছে। মায়ানমারে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তাদের জেলে রাখাই দস্তুর।
সু কির (Aung San Suu Kyi) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে সে দেশের সেনাবাহিনী। কিছুদিন আগে সেনা আদালতে মামলার শুনানি চলে। যদিও সেই আদালতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। সু কি-য়ের তরফ থেকে তাঁর আইনজীবী কোনও সওয়াল করার সুযোগই পাননি। ফলে, রায় হয়েছে এক তরফা। সেনা আদালতের তরফ থেকে বলা হয়েছে, সু কি (Aung San Suu Kyi) বা তাঁর আইনজীবী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। কথা বলতে পারবে না তাঁর পরিবারের কোনও সদস্য।
মায়ানমারের এই অসম সাহসী নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও দুর্নীতি, করোনা বিধিভঙ্গ, টেলিযোগাযোগ আইন ভাঙার মতো একাধিক অভিযোগ তোলে সে দেশের সেনা। সেনা আদালত সু কিকে (Aung San Suu Kyi) ১০ বছরের কারাবাসের সাজা দেয়। যে ঘটনা সব থেকে বেশি চটিয়েছে সেনাকে, তা হল রোহিঙ্গাদের হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা লড়ার। মায়ানমারের এই নেত্রীকে মুক্তি দিতে মায়ানমার সেনার ওপর চাপ দিচ্ছে আমেরিকা-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।কিন্তু জুন্টা ( junta) কোনও চাপের কাছেই নতি স্বীকার করতে নারাজ। অনেকে প্রায় নিশ্চিত, বড় ধরনের কোনও ঘটনা না ঘটলে বাকি জীবন বন্দিদশা অবস্থাতেই কাটাতে হবে তাঁকে।
আরও পড়ুন রোহিঙ্গা মামলা, আন্তর্জাতিক আদালতে লড়বেন সু কি