এই মুহূর্তে




ফের হোয়াইট হাউসের নিরাপত্তা আধিকারিককে কামড়াল বাইডেনের কুকুর

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্যের ফের আক্রমণের শিকার হলেন হোয়াইট হাউসের এক নিরাপত্তা আধিকারিক। গত সোমবার রাতে এক নিরাপত্তা আধিকারিককে কামড়ে দিয়েছে বাইডেনের প্রিয় পোষ্য কমান্ডার। এ নিয়ে এখনও পর্যন্ত বাইডেনের নিজস্ব বাসভবন ডেলাওয়্যার হাউস ও সরকারি বাসভবন হোয়াইট হাউসে মোট ১১ জনকে কামড়াল দু’বছর বয়সী জার্মান শেপার্ড জাতের কুকুরটি। বাইডেনের কুকুরের ভয়ে হোয়াইট হাউসে ডিউটি  করতে চাইছেন না নিরাপত্তা কর্মীরা।

গত বছর খানেক ধরে কার্যত মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ও অন্যান্য দায়িত্বে থাকা কর্মীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে দুই বছর বয়সী কমান্ডার। যখন খুশি, যাকে তাকে কামড় বসিয়ে দিচ্ছে জার্মান শেফার্ড জাতের কুকুরটি। গত বছর ২৬ অক্টোবর ফার্স্ট লেডি জিল বাইডেন প্রিয় পোষ্য কমান্ডারকে সামলাতে ব্যর্থ হন। আচমকাই সামনে থাকা সিক্রেট সার্ভিসের এক আধিকারিকের উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। কামড় বসিয়ে দেয় উরু ও বাহুতে। ১১ ডিসেম্বর খোদ মার্কিন প্রেসিডেন্টের সামনেই এক নিরাপত্তা কর্মকর্তার বাহু ও বুড়ো আঙুলে কামড়ে দিয়েছিল কমান্ডার।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি মঙ্গলবার সাংবাদিকদের জানান, সোমবার রাত আটটার দিকে সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের এক পুলিশ আধিকারিকের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রেসিডেন্টের কুকুর। কামড় বসিয়ে দেয়। আহত আধিকারিককে প্রাথমিক চিকি‍ৎসা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। কমান্ডারের লাগাতার হামলায় ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ছেন হোয়াইট হাউসের কর্মীরা। জুলাইতেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কামড়ানো বন্ধ করতে কমান্ডারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’ যদিও ওই প্রশিক্ষণ এখনও শুরু হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ