এই মুহূর্তে




অন্তঃসত্ত্বা বিশ্বের প্রথম AI মন্ত্রী ‘ডিয়েলা’, একসঙ্গে জন্ম দেবেন ৮৩ সন্তানের

নিজস্ব প্রতিনিধি: আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘ডিয়েলা’র নাম ঘোষণা করে সকলকে চমক দিয়েছিলেন। এবার তিনিই দিলেন আরও বড় চমক। জানালেন সেই AI মানবী অন্তঃসত্ত্বা! তাও আবার তাঁর গর্ভে একটি বা যমজ সন্তান নয়, রয়েছে ৮৩টি সন্তান। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিমন্ত্রী”, রোবট, ডিয়েলা, ৮৩ জন কৃত্রিম শিশুর “মা” হওয়ার জন্য তৈরি।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এআই মন্ত্রী ‘ডিয়েলা’র সন্তানরা মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে। তিনি বলেছেন, Diella-র প্রত্যেক সন্তান কাজ করবে তাঁর সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে। জানা গিয়েছে, এই “শিশুরা” আসলে ডিজিটাল সহকারী সমাজতান্ত্রিক দলের ৮৩ জন আইন প্রণেতার জন্য কাজ করবে। রামা বার্লিনে গ্লোবাল ডায়ালগ ইভেন্টে এই প্রকল্পটি শেয়ার করে নিয়ে বলেছিলেন তাঁর সরকারের দৈনন্দিন কাজে AI-কে এগিয়ে দেওয়ার একটি সৃজনশীল উপায়।

বার্লিনে গ্লোবাল ডায়ালগ (BGD) -এ বক্তৃতা দিতে গিয়ে, এডি রামা বলেন, “আমরা আজ এখানে Diella-এর সঙ্গে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো কাজ করেছি। তাই প্রথমবারের মতো Diella গর্ভবতী এবং ৮৩টি সন্তান রয়েছে।” তিনি আরও বলেন যে AI সহকারীরা ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং সাংসদের অনেক প্রয়োজনীয় কাজে সহায়তা করবে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে, শিশুরা বা সহকারীরা সংসদে ঘটে যাওয়া সবকিছু নথিভুক্ত করবে এবং আইন প্রণেতাদের তাদের আলোচনা বা ঘটনা সম্পর্কে আপডেট রাখবে যা তারা মিস করে। এই প্রসঙ্গে উল্লেখ্য, আলবেনিয়া প্রথম দেশ যেখানে আনুষ্ঠানিকভাবে একজন AI মানবীকে সরকারী মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। আলবেনিয়া সরকার সেপ্টেম্বর মাসে তাকে দেশের মন্ত্রী নিযুক্ত করে । কৃত্রিম বুদ্ধিমত্তার মন্ত্রীর বিপরীতে, ডিয়েলা নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তার সত্তা, সম্পূর্ণ কোড এবং পিক্সেল দিয়ে তৈরি। তাকে মন্ত্রী নিয়োগ করা হয় সরকারি ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে, কালিমামুক্ত, দুর্নীতিমুক্ত ব্যবস্থা চালাতেই ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

কী কাণ্ড! স্যুটে QR কোড লাগিয়ে অতিথিদের কাছে ‘উপহার’ চাইলেন কনের বাবা, ভাইরাল ভিডিও

মহিলাকর্মীদের ঋতুস্রাব হওয়ার প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হুলস্থুল বিজেপি শাসিত হরিয়ানায়

‘পাক সন্ত্রাসীরা এখন ভারতের শক্তি সম্পর্কে অবগত’, একতা দিবসের ভাষণেও অপারেশন সিঁদুর অস্ত্র মোদির

১ কোটি সরকারি চাকরি, পাড়ায় পাড়ায় লাখপতি দিদি, ভোটের আগে ইস্তেহার প্রকাশে আরজেডিকে টেক্কা এনডিএ’র

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ