এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলতি মাসেই বৈঠক কেন্দ্র-রাজ্যের, বিপক্ষে বঙ্গ বিজেপি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত ডিসেম্বর মাসের ২০ তারিখে দিল্লিতে নয়া সংসদ ভবনে দলের সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে বৈঠক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘরে ঢোকা মাত্রই প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাঁর পা এখন কেমন আছে।’ জবাবে মমতা বলেছিলেন, এখন তিনি ঠিক আছেন। পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। ঘটনাচক্রে এদিন অর্থাৎ ৫ জানুয়ারি সরকারি ভাবে মমতার জন্মদিন। সেই উপলক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী ট্যুইট করে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ও তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন। এই সৌজন্যের আবহেই জানা গিয়েছে, চলতি জানুয়ারি মাসেই বসতে চলেছে কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের বৈঠক। সেই বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও সেই বৈঠকের দিকে তাকিয়ে থাকছে নবান্ন(Nabanna)। কেননা বৈঠকের বিষয়বস্তুই হবে বাংলার বকেয়া অর্থ। কিন্তু এখন সূত্রে জানা যাচ্ছে, সেই বৈঠক যাতে না হয় তার জন্য উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্বের একাংশ।

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছে। কেন্দ্রের কাছে বাংলার পাওনা প্রায় ১ লক্ষ কোটি টাকা। সেই টাকা কোন কোন খাতে বকেয়া আছে সেটা নির্ধারণ করতেই বৈঠক হবে। বৈঠকটি উচ্চ স্তরের সচিব পর্যায়ের। সেই বৈঠকে কেন্দ্রের আটকে রাখা বাংলার প্রাপ্য টাকার জট খুলতে পারে বলেই আশা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। রাজ্যের হিসাবে, আবাস যোজনা খাতে বাংলা কেন্দ্রের কাছ থেকে পাবে ৯,৩৩০ কোটি টাকা। ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি বাবদ পাবে ৬,৯০০ কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয় বুলবুল ও যশ-র যথাক্রমে ৬,৩৩০ এবং ৪,০২০ কোটি টাকা পাবে। জাতীয় স্বাস্থ্য প্রকল্পের খাতে পাবে ৮৩০ কোটি টাকা। গ্রামীণ সড়ক যোজনার জন্য বকেয়া আছে ৭৭০ কোটি টাকা। স্বচ্ছ ভারত মিশনের জন্য ৩৫০ কোটি টাকা, বার্ধক্য ভাতার জন্য ২০৫ কোটি টাকা এবং মিড ডে মিলের জন্য ১৭৫ কোটি টাকা বকেয়া আছে। তাছাড়াও জিএসটি ক্ষতিপূরণ, মূল্যায়ন, পারফরমেন্স গ্রান্ট এবং অন্যান্য মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বকেয়ার পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকা।  

যদিও সূত্রের খবর বঙ্গ বিজেপির তরফ থেকে এখনও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হচ্ছে টাকা না পাঠানোর জন্য। শুধু তাই নয়, বৈঠকটাই যাতে না হয় তারজন্য এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার বার অনুরোধ করছেন বঙ্গ বিজেপির নেতৃত্বের একাংশ। তাঁদের দাবি, টাকা দিয়ে দিলে বাংলার মানুষ আর বিজেপিকে ভোট দেবে না লোকসভা নির্বাচনে। যদিও নানা সমীক্ষকদের দাবি, টাকা আটকে রাখায় বাংলার মানুষ আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে কিছু টাকা ছাড়া হলে বিশেষ করে ১০০ দিনের কাজের মজুরির টাকা ছাড়া হলে বিজেপির মুখরক্ষা হলেও হতে পারে। নাহলে বিজেপি কাছে ২৪’র ভোটে ভরাডুবি ভিন্ন আর কিছুই হবে না বাংলার মাটিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

অভিজিতের প্রার্থী পদ বাতিলের দাবি শশী পাঁজার

বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

পঞ্চম দফার নির্বাচনে ৭ লোকসভা কেন্দ্রে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর