এই মুহূর্তে




পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্বে আজহার




নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের টেস্ট দলের ভারপ্রাপ্য হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজহার মেহমুদকে। পিসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। অর্থাৎ আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত টেস্টের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

জানা গিয়েছে, কোচ হিসেবে চলতি বছরের শেষ দিকে প্রথমবার দায়িত্ব পালন করবেন আজহার। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে প্রথম সিরিজ খেলবে শান মাসুদের দল। সেখানেই কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

 পিসিবির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে, ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে আজহারের। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভজ্ঞতা রয়েছে। সেই কারণেই তাঁকে টেস্টের জন্য কোচ হিসেবে নির্ধারণ করা হয়েছে। কাউন্টি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা কোচিং ক্যারিয়ারে যথেষ্ট কাজ করতে হবে বেল জানিয়েছে। আজহারের অধীনে পাকিস্তান টেস্ট ফরম্যাটে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। টেস্টে ফল পাকিস্তান ভালো করবে বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, আজহার মেহমুদ পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেছেন। পিসিবি’তে তিন ফরম্যাটের সহকারি কোচ হিসেবে তাঁকেই নির্ধারণ করা হয়েছে। সাদা বলের হেড কোচ গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পরপরই জেসন গিলেসপিও টেস্ট দলের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেই  অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আকিভ জাভেদ। কিন্তু পাকিস্তানকে সেইভাবে সাফল্যের মুখে দেখাতে পারেননি তিনি।

সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলের নতুন প্রধান কোচ নিয়োগ করেছে। তারপর টেস্টের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আজহারকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, কে এলেন?

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ