এই মুহূর্তে




চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে নতুন সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে : শশী পাঁজা

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সমর্থিত চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন সংগঠনের সোমবার আত্মপ্রকাশ করে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার(Minister Sashi Panja) হাত ধরে এই সংগঠনের পথচলা শুরু হল। সরকার ও ডাক্তার এবং নার্সের মধ্যে যৌথ সমন্বয় করবে এই সংগঠন। এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। তিনি বলেন, নতুন এই সংগঠনের নাম হচ্ছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন(Pograssive Helath Association)। রোগী পরিষেবা উন্নত করতে এই সংগঠনের বড় ভূমিকা থাকবে। হাসপাতাল ভাঙচুর সম্পত্তি নষ্ট এবং স্বাস্থ্য ব্যবস্থার কাজ কোথাও যাতে বন্ধ না হয় তা দেখবে এই সংগঠন।

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই সংগঠন। খুব শীঘ্রই রাজ্যের মানুষকে এই সংগঠনের ইমেইল সহ যোগাযোগ করার যাবতীয় তথ্য জানানো হবে। যেকোন অভিযোগ এলে এই সংগঠন সরাসরি যোগাযোগ করবে স্বাস্থ্য ভবনের(Sasthyo Bhavan) সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সমস্ত বিষয় জানানো হবে। রাজ্যে আর তৃণমূলের কোনো সংগঠন থাকবে না। তৃণমূলের সব চিকিৎসা সংগঠন যুক্ত হয়ে যাবে এই সংগঠনের সঙ্গে। এটাই হবে মূল সংগঠন। আরজি কর প্রসঙ্গ টেনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, যখন ওই নারকীয় ঘটনা ঘটেছিল তখন মানুষকে বোঝানোর জন্য কোন সংগঠন ছিল না। এই সংগঠন সব রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করবে এমনটাই দাবি করেন রাজ্যের মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন স্বাস্থ্য ক্ষেত্রে কোন লবি হবে না এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবে। এই সংগঠনের সভানেত্রী হিসেবে তার নাম দল ঘোষণা করেছে বলে শশী পাঁজা সোমবার সাংবাদিক সম্মেলনে জানান।

এই নতুন সংগঠনে কমিটিতে কারা থাকবেন সেই নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয় জেলায় জেলায় নতুন কমিটি তৈরি হবে এবং সেখানে কারা থাকবেন সেই নাম ঘোষণা করা হবে। নতুন সংগঠনের একটি কাজ হবে সমন্বয়ে তৈরি করে রোগী পরিষেবা কে আরো উন্নত করা এবং তা সঠিকভাবে দেওয়া। আরজি করের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যদি এই সংগঠনের যুক্ত হতে চায় তারাও যুক্ত হতে পারেন বলে জানান মন্ত্রী শশী পাঁজা। তার দাবি এই সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত শক্ত করবে। স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করবে। সাধারণ মানুষ উপকৃত হবে।এই নতুন সংগঠনে দলের বিধায়ক সাংসদ তারাও যুক্ত হবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আগরপাড়ায় NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়ের বাড়িতে অভিষেক

‘ফলাফল বের হওয়ার পরে আপত্তি জানান’, মামলাকারীদের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ