এই মুহূর্তে




হুক্কা বারে বেআইনি কাজের প্রতিবাদ করায় হামলা, নিরাপত্তা রক্ষীকে মারধর

নিজস্ব প্রতিনিধি: হুক্কা বারে বেআইনি কাজের প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে মারধর। খুনের চেষ্টা। ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। লেক থানায় অভিযোগ দায়ের।নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর। প্রিন্স আনোয়ার শাহ রোডে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার(Hukka Parlour)। বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও হয় তার ওপর একদল দুষ্কৃতি ।মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মারধোরের অভিযোগ। পাল্টা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে(Cafe) মালিক। চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ। না দিলে মিথ্যা মামলার হুঁশিয়ারির অভিযোগ।

থানায় অভিযোগ দায়ের দু’পক্ষের।প্রিন্স আনোয়ার শাহ রোডে(Prince Anawar Sha Road) ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িওয়ালার। ১৮৮/১৪ এ প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের বিরুদ্ধে বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। রবিবার রাতে দু’তরফেই লেক থানায়(Lake P.S.) অভিযোগ দায়ের করা হয়। ক্যাফে মালিকের পাল্টা অভিযোগ, চুক্তি বহির্ভূতভাবে টাকার দাবি করছিলেন বাড়িওয়ালা। দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে সমস্যা সৃষ্টি করতে থাকেন তাঁরা। এমনকি ক্যাফের সিসি ক্যামেরা(CCTV) নষ্ট করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ক্যাফের আড়ালে অবৈধ কারবারার এর অভিযোগ বাড়িওয়ালার।চারতলা বাড়ির নিচের গাড়ি বারান্দা চার মাস আগে ভাড়া দিয়েছেন বাড়ির মালিক আতিকুর রহমান। তার স্ত্রীর নামে ৩ বছরের চুক্তি হয়, ওই জায়গা ক্যাফে করার জন্য ভাড়া দেন। সিমরন জুলিয়ান এবং আহমেদ নামের দুজন ওই জায়গা ভাড়া নিয়ে সেখানে ক্যাফে শুরু করেন। বাড়ির মালিকের অভিযোগ ক্যাফের মধ্যে চলে হুক্কা পার্লার। সেইসঙ্গে চলে নোংরা অবৈধ সমস্ত কাজ। তিনি বেশ কয়েকবার বারণ করেছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে ওই ক্যাফের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলেই অভিযোগ।ক্যাফে মালিক অস্বীকার করেন বাড়িওয়ালার অভিযোগ। তিনি অভিযোগ করেন চুক্তি বহির্ভূত ভাবে টাকার দাবি করেছিলেন বাড়িওয়ালা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে সমস্যা তৈরি করতে থাকেন তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, দিনহাটায় বৃদ্ধের বাড়িতে উদয়নকে যাওয়ার নির্দেশ মমতার

যাদবপুর পোস্ট অফিসের এজেন্ট গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে গ্রেফতার

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’, এসআইআর নিয়ে ফের সরব মমতা

‘মান্থা’ দুর্বল হলেও কাটছে না দুর্যোগ, দক্ষিণবঙ্গে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আগরপাড়ায় NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়ের বাড়িতে অভিষেক

‘ফলাফল বের হওয়ার পরে আপত্তি জানান’, মামলাকারীদের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ